Advertisement
০২ মে ২০২৪
BJP

দিল্লি গিয়ে বিজেপিতে যোগ

দিল্লি গিয়ে বিজেপিতে যোগ তৃণমূল কর্মীর।

 বেণু সরকারের হাতে পতাকা তুলে দিচ্ছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

বেণু সরকারের হাতে পতাকা তুলে দিচ্ছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৯:০০
Share: Save:

বিজেপিতে যোগ দিলেন বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ শ্যামল সরকার ওরফে বেণু।

সোমবার দিল্লির রাজঘাটে বিজেপির ধর্না মঞ্চে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি সুভাষ সরকার ও বিজেপি নেতা মুকুল রায়। ওই মঞ্চেই দিলীপের থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী পূর্তকর্মাধ্যক্ষ বেণু।

এ দিন ফোনে তিনি বলেন, “তৃণমূল দুর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছে। দলে গণতন্ত্র বলে কিছুই নেই। তাই দল ছাড়লাম।” সুভাষবাবু বলেন, “বেণু আমাদের যোগ দেওয়ায় খাতড়া মহকুমায় আমাদের দলের শক্তি বৃদ্ধি হলো।’’

তবে জেলা তৃণমূল সভাপতি অরূপ খান বলেন, ‘‘দলবিরোধী কাজের জন্য বেণুকে অনেক বার সতর্ক করা হয়েছিল। এর পরে ওঁর বিজেপি যোগ দেওয়া নিয়ে আর কিছু বলার নেই।”

অরূপের কটাক্ষ, ‘‘যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তিনি অন্যের দিকে আঙুল তুলবেন— এটাই স্বাভাবিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Delhi Bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE