Advertisement
০৫ মে ২০২৪
Birbhum

কৃষক আন্দোলনের সমর্থনে পথে শান্তিনিকেতনের নাট্যকর্মীরা

‘দ্রোহ’-এর মাধ্যমে নাট্যকর্মীরা তুলে ধরেন, কী ভাবে কৃষক সবার পেট ভরানোর পরেও নিজেরা অবহেলিত থেকে যায়, কেউ তাঁদের কথা ভাবেন না।

কৃষকদের পাশে নাট্যকর্মীরা। নিজস্ব চিত্র।

কৃষকদের পাশে নাট্যকর্মীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২১:৫২
Share: Save:

কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের লাগাতার আন্দোলনের সমর্থনে এ বার এগিয়ে এলেন শান্তিনিকেতনের নাট্যকর্মীরা। আন্দোলনের সমর্থনে শান্তিনিকেতনের রতনপল্লির মাঠে বুধবার সন্ধ্যায় অয়োজন করা হয় ‘দ্রোহ’ নামের এক পথনাটিকা। আয়োজনে ‘আমরা সবুজ’ নাট্য গোষ্ঠী।

‘দ্রোহ’-এর মাধ্যমে নাট্যকর্মীরা তুলে ধরেন, কী ভাবে কৃষক সবার পেট ভরানোর পরেও নিজেরা অবহেলিত থেকে যায়, কেউ তাঁদের কথা ভাবেন না। দিনের পর দিন কৃষকদের অবস্থা আরও খারাপ হয়েছে। উৎপাদিত শস্যের সঠিক মূল্য পায় না।

‘আমরা সবুজ নাট্য গোষ্ঠী’র সদস্য ইকবাল আহমেদ বলেন, “আমরা যে হেতু নাট্যকর্মী, নাটকই আমাদের হাতিয়ার। তাই কৃষকদের সমর্থনের পথ হিসাবে নাটককেই বেছে নিয়েছি। তা ছাড়া আন্দোলনটা শুধু কৃষকদের নয় আন্দোলনটা দেশের সব খেটে খাওয়া মানুষের। আমরা কৃষকদের পাশে আছি এবং অন্য শিল্পীদেরও আহ্বান জানাচ্ছি কৃষক আন্দোলকে সমর্থন করতে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum Street Play Farmer protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE