Advertisement
২৪ মার্চ ২০২৩

মানবাজারে আজ মমতা

আজ মানবাজারে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মানবাজারে নেত্রীর পা পড়ার আগের পথটা সহজ ছিল না। শনিবার রাতে চূড়ান্ত হয় সোমবারের সভার জায়গা। প্রথম দফায় নেত্রী জেলার যে আটটি জায়গায় সভা করবেন বলে সূচি প্রকাশ করা হয় তাতে মানবাজারের নাম ছিল না।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০১:০৩
Share: Save:

আজ মানবাজারে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মানবাজারে নেত্রীর পা পড়ার আগের পথটা সহজ ছিল না। শনিবার রাতে চূড়ান্ত হয় সোমবারের সভার জায়গা। প্রথম দফায় নেত্রী জেলার যে আটটি জায়গায় সভা করবেন বলে সূচি প্রকাশ করা হয় তাতে মানবাজারের নাম ছিল না। সভা হওয়ার কথা ছিল পুরুলিয়া ও মানবাজারের মাঝামাঝি তালতলা ময়দানে। শহর থেকে ১৭ কিলোমিটার দূরের ওই মাঠে সভা নিতে রাজি হননি পুরুলিয়ার বিদায়ী বিধায়ক তথা এই কেন্দ্রের প্রার্থীর বাবা বর্ষীয়ান তৃণমূল নেতা কে পি সিংহ দেও। দূরের সভাস্থল নিয়ে হতাশা দেখা দেয় কর্মীদের মধ্যেও। তখন সিদ্ধান্ত হয় সভা হবে পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া ময়দানে। তাতেও ক্ষোভ দেখা দেয়। মানবাজার নেত্রীর সভার তালিকা থেকে বাদ পড়া নিয়ে শুক্রবার বোরোর সভাতে দলের জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুযোগ করেন স্থানীয় নেতার কর্মীরা। তার পরেই সোমবারের সভা মানবাজারে করার সিদ্ধান্ত নেয় দল। মানবাজার এলাকার এক নেতা অভিযোগ করেন, ‘‘নেত্রীর সভা কোথায় কোথায় হবে তা নিয়ে তো দলের কোর কমিটিতে কোনও আলোচনাই হয়নি। যাঁরা সভার সূচী তৈরি করেছিলেন তাঁদের কেউই মানবাজারকে বাদ দেওয়ার কারণ নিয়ে কোনও সদুত্তরও দিতে পারেননি।’’ স্থানীয় নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখানকার কর্মীরা সভা হবে না শুনে খুবই হতাশ হয়েছিলেন। আমরা ধরেই নিয়েছিলাম নেত্রীর ছবি সামনে রেখে লড়ে যেতে হবে। নেত্রী যখন আসছেন, এক দিনেই যাবতীয় প্রস্তুতি সেরে নেব।’’

তলিয়ে গেল কিশোর। পরিত্যক্ত খোলামুখ খনির জলে তলিয়ে গেল এক কিশোর। জামুড়িয়ার বেলবাধ এলাকার ঘটনা। নিঁখোজ ভিকি রাজভর (১৮) পরাশিয়া মুণ্ডাপাড়ার বাসিন্দা। তাঁর বাবা একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। রবিবার সকালে ভিকি ভাই রাহুল ও কয়েক জন প্রতিবেশীর সঙ্গে ওই খোলামুখ খনির জলে স্নান করতে যায়। সাঁতার কাটার সময় তলিয়ে যায় সে। অন্যদের চিৎকারে বাসিন্দারা এসে পৌঁছয় সেখানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। স্থানীয়রা ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালানোর দাবি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.