Advertisement
১০ মে ২০২৪
Purulia

৯ মাস পর ট্রেন চালু হল পুরুলিয়া শাখায়

সোমবার সকাল থেকেই শুরু হয় ট্রেন চলাচল।  

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৬:৫৩
Share: Save:

দীর্ঘ নয় মাস পর পুরুলিয়া থেকে শুরু হল রেল চলাচল। প্রথম পর্যায়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আটটি মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। সোমবার সকাল থেকেই শুরু হয় ট্রেন চলাচল।

পুরুলিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেস। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের তাপমাত্রা মাপা হয়, দেওয়া হয় স্যানিটাইজারও। মাস্ক ব্যবহারের জন্য প্রচার চালানো হয়। তবে যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত কম। নির্দিষ্ট সময় ভোর সাড়ে ৫টায় পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। রিজার্ভেশন ছাড়া কোনও যাত্রীকে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত সাধারণ টিকিট দেওয়া হচ্ছে না। অন্য দিকে, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস আজই পুরুলিয়া স্টেশনে এসে পৌঁছয়। লকডাউনের আগে এই ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেন হিসাবে চলাচল করত।

কয়েকটি ছোট ছোট স্টেশনের স্টপেজ তুলে দেওয়া হয়েছে। ট্রেনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া থেকে হাওড়া যেতে বাড়তি ৮০ টাকা গুনতে হবে যাত্রীদের। আগে যেখানে টিকিটের দাম ছিল ১৪০ টাকা, সেখানে এখন ভাড়া হয়েছে ২২০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE