Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Truck Owners beaten

আন্দোলনের নামে মালিকদের মারধর চালকদেরই, অভিযোগ

অবরোধ চলার সময়ে বাইরের কয়েকটি ট্রাক আটকে পড়ে। সেই ট্রাকগুলির কয়েক জন চালককে নামিয়ে আন্দোলনকারী ট্রাক চালকদের একাংশ জুতোর মালা পরিয়ে দেন বলে অভিযোগ।

আক্রান্ত এক ট্রাক মালিক (বাঁ দিকে), গন্ডগোলের সময় রামপুরহাটের মনসুরা মোড়ে (ডান দিকে)।

আক্রান্ত এক ট্রাক মালিক (বাঁ দিকে), গন্ডগোলের সময় রামপুরহাটের মনসুরা মোড়ে (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট  শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ০৭:৪৯
Share: Save:

কেন্দ্রীয় সরকারের নতুন পথবিধির বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের একাংশের হাতে ‘আক্রান্ত’ হলেন কয়েক জন ট্রাক মালিক। বৃহস্পতিবার সকালে রামপুরহাটের মনসুবা মোড়ের ঘটনা। রামপুরহাট থানা সূত্রে খবর, এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কয়েক দিন ধরেই জেলা জুড়ে কেন্দ্রের নতুন পথবিধির বিরুদ্ধে চালকদের আন্দোলন চলছে। প্রথমে ট্রাক চালকেরা আন্দোলন শুরু করেন। পরে বাস চালকেরাও সেই আন্দোলনে যোগ দেন। এ দিন সকালেও রামপুরহাটের মনসুবা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন ট্রাক চালকদের একাংশ।

অভিযোগ, অবরোধ চলার সময়ে বাইরের কয়েকটি ট্রাক আটকে পড়ে। সেই ট্রাকগুলির কয়েক জন চালককে নামিয়ে আন্দোলনকারী ট্রাক চালকদের একাংশ জুতোর মালা পরিয়ে দেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময়ে রামপুরহাট স্থানীয় ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের কয়েক জন এসে প্রতিবাদ করেন। আন্দোলনকারী ট্রাক চালকদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এর পরে আন্দোলনকারী ট্রাক চালকদের একাংশ কয়েক জন ট্রাক মালিককে মারধর করেন।

ট্রাক মালিকদের অভিযোগ, মারধরে চার-পাঁচ জন মালিক জখম হন। তাঁদের মধ্যে বগটুই গ্রামের সাগর শেখের মাথা ফেটে যায়। সবুর শেখ নামে বগটুই গ্রামের আর এক ট্রাক মালিকের মুখে আঘাত লাগে। দু’জনকেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

ট্রাক মালিক মহুবুল আলমের অভিযোগ, ‘‘নতুন পথবিধির বিরুদ্ধে এ দিন সকালে বনহাট, কুমাড্ডা গ্রামের কয়েক জন ট্রাক চালক মনসুবা মোড় অবরোধ করেন। কয়েক জন ট্রাক চালক গাড়ি চালাচ্ছিলেন। ওঁরা সেই গাড়ির চালকদের নামিয়ে জুতোর মালা পরিয়ে ছবি তুলছিলেন। আমরা প্রতিবাদ করি। ওঁরা লাঠি নিয়ে আমাদের উপরে চড়াও হন। আমাদের চার জন আহত হয়েছেন।’’

আহত ট্রাক মালিক সবুর শেখের অভিযোগ, ‘‘গাড়িগুলি ঢুকতে দেওয়ার কথা আন্দোলনকারী ট্রাক চালকদের বলতে গেলে ওঁরা আমাদের উপরে চড়াও হন। খবর পেয়ে ট্রাক মালিকেরা জড়ো হলে ওঁরা পালিয়ে যান। পুলিশের কাছে ট্রাক চালকদের বিরুদ্ধে অভিযোগ করব।’’ আন্দোনকারী ট্রাক চালকদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rampurhat hit and run
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE