কীটনাশক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বছর পঁচিশের এক তরুণী এবং তাঁর বছর আড়াইয়ের শিশুপুত্র।
রবিবার সকালে দুবরাজপুর থানার চণ্ডীপুরের ওই ঘটনায় তিথি ঘোষ নামে ওই তরুণীর বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই মেয়ে এবং শিশুপুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি, শিশুটিকে প্রথমে বিষ খাইয়ে নিজে বিষ খেয়েছেন তিথি।
দু’জনই বর্তমানে সিউড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বিকেল পর্যন্ত তিথি এবং তাঁর ছেলে রাজদীপের জ্ঞান ফেরেনি। ঘটনায় এখনও অবধি থানায় কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।