Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চণ্ডীপুরে বিষক্রিয়া, অসুস্থ মা ও শিশু

কীটনাশক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বছর পঁচিশের এক তরুণী এবং তাঁর বছর আড়াইয়ের শিশুপুত্র।রবিবার সকালে দুবরাজপুর থানার চণ্ডীপুরের ওই ঘটনায় তিথি ঘোষ নামে ওই তরুণীর বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই মেয়ে এবং শিশুপুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে।

বেহুঁশ: তিথি ঘোষ। নিজস্ব চিত্র

বেহুঁশ: তিথি ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০১:৩৩
Share: Save:

কীটনাশক খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বছর পঁচিশের এক তরুণী এবং তাঁর বছর আড়াইয়ের শিশুপুত্র।

রবিবার সকালে দুবরাজপুর থানার চণ্ডীপুরের ওই ঘটনায় তিথি ঘোষ নামে ওই তরুণীর বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরাই মেয়ে এবং শিশুপুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি, শিশুটিকে প্রথমে বিষ খাইয়ে নিজে বিষ খেয়েছেন তিথি।

দু’জনই বর্তমানে সিউড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বিকেল পর্যন্ত তিথি এবং তাঁর ছেলে রাজদীপের জ্ঞান ফেরেনি। ঘটনায় এখনও অবধি থানায় কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।

দুবরাজপুরের কল্যাণপুর ডাঙালের বাসিন্দা, তিথির দাদা রাজেশ মণ্ডল এবং মামা শেখর ঘোষ জানান, বছর ছয়েক আগে কল্যাণপুর থেকেই দুবরাজপুরের বালিজুড়ি পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে উত্তম ঘোষের সঙ্গে তিথির বিয়ে হয়। কিন্তু বিয়ের তিন মাস যেতে না যেতেই তিথির উপরে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। তাঁদের দাবি, ‘‘বহুবার মীমাংসার চেষ্টা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে থানা, সবই জানে। ২০১৫ সালে একবার সদ্যোজাত শিশু ও তিথিকে জলে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল স্বামী, শ্বশুর ফটিক ঘোষ এবং শাশুড়ি অঞ্জলি ঘোষরা। এ দিন সকালেও ফের একই চেষ্টা করেছেন ওঁরা।’’ প্রত্যেকের বিরুদ্ধে তাঁরা থানায় লিখিত অভিয়োগ করবেন বলে রাজেশবাবুরা জানান।

এ দিন চণ্ডীপুরের বাড়িতে তিথির স্বামী, শ্বশুর, শাশুড়ি— কারও দেখা মেলেনি। তাঁদের কিছু আত্মীয়ের দাবি, রাগের মাথায় তিথিই ওই কাণ্ড ঘটিয়েছেন। জ্ঞান ফেরার পরেই তা পরিষ্কার হয়ে যাবে। আর পড়শিদের দাবি, প্রায়ই ওই বাড়িতে অশান্তি লেগে থাকত। কিন্তু, এ দিন ঠিক কী হয়েছে, কেউ বুঝতে পারেননি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলেই পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Chandipur Turmoil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE