Advertisement
১৬ মে ২০২৪

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনা

জেলার বিভিন্ন এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত আরও বেশ কিছু জন। প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া ও মানবাজার শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০২:১৩
Share: Save:

জেলার বিভিন্ন এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত আরও বেশ কিছু জন। প্রতিটি দুর্ঘটনাই ঘটেছে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে। রবিবার রাতে বিয়ের আশীবার্দের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ ক যুবকের। আহত আরও ২৫ জন। পুরুলিয়া-জামশেদপুর (৩২ নম্বর) জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানা এলাকার কংসাবতী সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শান্তিরাম মুর্মু (৪০)। বাড়ি আড়শা থানার রাইপুর গ্রামে।

দুর্ঘটনার পরে আহতদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে ৪ জনকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঝাড়খণ্ডের টাটানগরের একটি বেসরকারি হাসপাতালে। পুরুলিয়া সদর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের কয়েক জনকে সোমবার ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের আশীবার্দের অনুষ্ঠানে যোগ দিতে আড়শা থানার রাইপুর থেকে একটি গাড়িতে কয়েক জন কাশীপুর থানার রঞ্জনডি গ্রামে গিয়েছিলেন। রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়ির যাত্রী লালমোহন মাঝি দুর্ঘটনায় মাথায় এবং হাতে চোট পেয়েছেন। তিনি বলেন, ‘‘সেতু পার হয়ে বাঁক নিতেই আচমকা উল্টে গেল গাড়িটা। কিছু বোঝার আগেই দেখি রাস্তা থেকে গড়িয়ে যাচ্ছে।’’

বিয়ের তত্ত্ব পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক যুবকের। জখম হন আর এক সওয়ারিও। রবিবার রাত ৮টা নাগাদ পুঞ্চা-বাঁকুড়া রাস্তায় পোড়াডি গ্রামের কাছের ঘটনা। পুঞ্চা থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম বনমালী সিং সর্দার (২১)। বাড়ি বাঁকুড়ার ইঁদপুর থানার মলিয়ান গ্রামে । পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে পুঞ্চার একটি গ্রামে সঙ্গীকে নিয়ে বনমালী গিয়েছিলেন। সন্ধ্যায় মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকটি দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে একটি সিমেন্টের খুঁটিতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বনমালীর। মোটরবাইকের আর এক সওয়ারি অর্জুন সিং সর্দার বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্য দিকে, সোমবার সকালে পুরুলিয়া-বরাকর রাস্তায় পাড়া থানা এলাকার লিপানিয়া মোড়ের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই একটি গাড়ি। আহত হন ১৬ জন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্সল থানা এলাকার বনবহাল গ্রাম থেকে সাঁওতালডিহি থানার অসুরবাঁধ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন যাত্রীরা। আহতদের সবাইকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wedding accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE