তৃণমূল বুথ সভাপতির গুলিতে আহত হওয়ার ঘটনায় দলেরই এক কর্মী ও তার ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে বাঁকুড়ার সোনামুখীর চকাই গ্রামের ওই ঘটনায় পুলিশ সেকেন্দার খান ও মামুদ খান ওরফে বকুলকে গ্রেফতার করেছে। গুলিতে আহত হন নাসিম শেখ বর্তমানে বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসাধীন। এসডিপিও (বিষ্ণুপুর) সুপ্রকাশ দাস বলেন, “গুলি চালানোর ঘটনায় সেকেন্দার খান-সহ সাত জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও খালি কার্তুজ মিলেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত চলছে।” রবিবার বকুলকে বিষ্ণুপুর আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে বিরোধীরা দাবি করলেও তা মানতে চাননি শাসকদলের স্থানীয় নেতৃত্ব।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)