Advertisement
E-Paper

উজ্জ্বল পুরপ্রধান, সমর্থন ভাইঝির

কাকার রাজনৈতিক প্রতিপক্ষ তিনি। তিনি-ই আবার নব নির্বাচিত পুরসভায় একমাত্র বিজেপি কাউন্সিলর। বুধবার শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই মণিদীপা মুখোপাধ্যায়ই সিউড়ি পুরবোর্ড গঠনের অনুষ্ঠানে দলীয় নেতৃত্বকে বিড়ম্বনায় ফেললেন। তৃণমূল পুরপ্রধান হিসেবে কাকা উজ্জ্বল মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব হতেই সবাইকে চমকে দিয়ে বিরোধীদের মধ্যে একমাত্র মণিদীপাই নিজের সমর্থনের হাত তুললেন!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:৩৬
পুরপ্রধান হওয়ার পরে। সিউড়িতে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

পুরপ্রধান হওয়ার পরে। সিউড়িতে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

কাকার রাজনৈতিক প্রতিপক্ষ তিনি। তিনি-ই আবার নব নির্বাচিত পুরসভায় একমাত্র বিজেপি কাউন্সিলর। বুধবার শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই মণিদীপা মুখোপাধ্যায়ই সিউড়ি পুরবোর্ড গঠনের অনুষ্ঠানে দলীয় নেতৃত্বকে বিড়ম্বনায় ফেললেন। তৃণমূল পুরপ্রধান হিসেবে কাকা উজ্জ্বল মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব হতেই সবাইকে চমকে দিয়ে বিরোধীদের মধ্যে একমাত্র মণিদীপাই নিজের সমর্থনের হাত তুললেন!

এ দিনের ঘটনার পরেই শুরু হয়েছে নয়া জল্পনা। তা হলে কি কাকার হাত ধরে ‘ঘর-ওয়াপসি’ হতে চলেছে মণিদীপার? ঘটনা হল, বিজেপি থেকে ভোটের ময়দানে লড়লেও তৃণমূলের বিরুদ্ধে কখনও আক্রমণে যাননি মণিদীপা। পাছে কাকু উজ্জ্বল মুখোপাধ্যায়ের খারাপ লাগে! কারণ, পুরপরিষেবা নিয়ে ক্ষোভের কথা বলতে গেলে আদতে গত পুরবোর্ডের পুরপ্রধান উজ্জ্বলবাবুর বিরুদ্ধেই তা হলে বলতে হয়। তাই গোটা প্রসঙ্গটিই ভোটের সময় সজত্নে এড়িয়ে যেতেন মণিদীপা। কাকা-ভাইঝির এই ‘বোঝাপড়া’র সমীকরণ বজায় ছিল পুরভোটের ফলপ্রকাশের পরেও। এক মাত্র বিজেপি কাউন্সিলর হয়ে জয়ী হয়ে আসার পরে ভাইঝিকে অভিনন্দন জানাতে ভোলেননি উজ্জ্বলবাবু। সেই ধারা বজায় থাকল এ দিন পুরবোর্ড গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠানেও বলে মনে করছে রাজনৈতিক মহল।

শহরের ১৯টির মধ্যে ১৫টি আসনে জয়ী হয়ে ফের সিউড়ির ক্ষমতা দখল করেছে তৃণমূল। একটি আসন বিজেপি এবং ৩টি আসন পেয়েছে কংগ্রেস। এ দিন পুরপ্রধান পদে উজ্জ্বলবাবুর নাম ঘোষণা হতেই ঘটনাটা ঘটল। উপস্থিত তৃণমূল কাউন্সিলরদের পাশাপাশি প্রস্তাব সমর্থন করেন একমাত্র বিজেপি কাউন্সিলর মণিদীপা। এমনিতেই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পুরপ্রধান পদে আসার জন্য বিপক্ষ কাউন্সিলরদের সমর্থনের প্রয়োজন ছিল না। তাই মণিদীপার আগ বাড়িয়ে এই সমর্থনকে ভবিষ্যতে বিজেপি-র ঘর ভাঙার ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। সেই জল্পনা আরও একধাপ বেড়ে যায় যখন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এ দিন বলেন, ‘‘তৃণমূলের দরজা অনেক বড়। আমাদের দলে যে কেউ আসতে পারেন।’’

যদিও মণিদীপার এই সমর্থনকে ‘আবেগ তাড়িত’ অবস্থান বলে ব্যাখ্যা করেছেন বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়। তাঁর দাবি, ‘‘এ নিছকই গুজব। মণিদীপা বিজেপি-তেই আছেন।’’ অন্য দিকে, এখনই দল বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মণিদীপা নিজেও। তার যুক্তি, ‘‘কাকু বলেই সমর্থন করেছি। তা ছাড়া এলাকার উন্নয়নের প্রশ্নে ক্ষমতাসীন বোর্ডের সঙ্গে সদ্ভাব রেখেই চলা উচিত। আর পুরপ্রধান যেখানে কাকু, তাই সমর্থন করায় অন্যায় কোথায়!’’

suri municipality chairman ujjwal mukherjee ujjwal mukhopadhyay manidiap mukhopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy