Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চারের বদলে দশ, ফেরত মুর্তেজার

ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন। টাকা তোলা, জমা দেওয়া আর পাল্টে নেওয়ার জন্য যুদ্ধ চলছে যেন। যুদ্ধ চালাচ্ছেন ব্যাঙ্ককর্মীরাও। কোটি কোটি নোটের হিসাব রাখতে গিয়ে, লাইন সামলাতে গিয়ে নাজেহাল তাঁরা।

টাকা হাতে মুর্তেজা। নিজস্ব চিত্র।

টাকা হাতে মুর্তেজা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:৫৭
Share: Save:

ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন। টাকা তোলা, জমা দেওয়া আর পাল্টে নেওয়ার জন্য যুদ্ধ চলছে যেন। যুদ্ধ চালাচ্ছেন ব্যাঙ্ককর্মীরাও। কোটি কোটি নোটের হিসাব রাখতে গিয়ে, লাইন সামলাতে গিয়ে নাজেহাল তাঁরা। তবু মানুষ তো। ভুল হতেই পারে। তেমনই এক ভুলে বাড়তি টাকা চলে এসেছিল এক সব্জি ব্যবসায়ীর হাতে। কিন্তু, সততার পরিচয় দিয়ে বাড়তি টাকা ফেরত দিলেন তিনি।

রবিবার ঘটনাটি ঘটেছে সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। শেখ মুর্তেজা নামে ওই ব্যবসায়ীর বাড়ি সিউড়ির বাঁশজোড় গ্রামে। ব্যাঙ্ক সূত্রে খবর, দিনে সব মিলিয়ে এখন গড়ে হাজারের কাছাকাছি লেনদেন হচ্ছে। একে কর্মী কম, তায় এমন চাপ। শেখ মুর্তেজা চার হাজার টাকা তোলার জন্য আবেদন করেছিলেন। কিন্তু টোকেনটি বদলে যাওয়ায় ফেরত পান ১০ হাজার টাকা। প্রথমে বুঝতে না পারলেও বাড়ি গিয়ে গুনে দেখেন ছ’হাজার টাকা বেশি দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে সঙ্গে সঙ্গে তিনি ছুটে আসেন ব্যাঙ্কে। কিন্তু, টাকা ফেরাবেন কী করে? লাইন তখন আরও বেশি। এত ভিড় যে, কেউই তাঁর কথা শোনার অবস্থায় নেই। সকলেই চাইছেন নিজের কাজে সেরে বাড়ি ফিরতে। টাকা ফেরত দিতে রীতিমতো ধস্তাধস্তি করতে থাকেন মুর্তেজা। শেষে দুই যুবক ওই সব্জি ব্যবসায়ীকে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে নিয়ে যান। বাড়তি টাকা ফেরত দেন মুর্তেজ।

ব্যবসায়ীর এই সততায় অভিভূত ব্যাঙ্কের ম্যানেজার রাজীব ভৌমিক। তাঁর কথায়, ‘‘ওঁর মতো সৎ মানুষরা আছেন বলেই পৃথিবীটা চলছে। সত্যি বলতে কী, যে ভুলের জন্য ওঁর কাছে টাকা বেশি গিয়েছিল, সেটা এই চাপের মধ্যে ধরা কার্যত অসম্ভব ছিল। দিনের শেষে হিসাব আমাদের পকেটের টাকা দিয়েই মেলাতে হত। উনি সেটা হতে দেননি। ধন্যবাদ জানানোর ভাষা নেই।’’

মুর্তেজ বলছেন, ‘‘আমি সব্জি বিক্রি করে খাই। গরিব। কিন্তু অন্যায় ভাবে টাকা নিলে উপরওয়ালা আমায় ক্ষমা করবেন কেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

honesty Vegetable seller
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE