Advertisement
২০ এপ্রিল ২০২৪
Santiniketan

বিশ্বভারতীর ছাত্রী-অভিভাবককে মারধর, কাঠগড়ায় মেস মালিক

চুক্তির মেয়াদের আগেই মেস ছেড়ে দেওয়ায় মালিকের দাবিমতো মোটা টাকা না দেওয়াতেই হামলা বলে অভিযোগ ওই ছাত্রীর।

হামলার সময়। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

হামলার সময়। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৭:৫৪
Share: Save:

বিশ্বভারতীর ছাত্রী ও তাঁর অভিভাবকদের মারধরের অভিযোগ উঠল মেসবাড়ির মালিকের বিরুদ্ধে। শান্তিনকেতনের রতনপল্লি এলাকার এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের একটি ভিডিয়ো-ও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। চুক্তির মেয়াদের আগেই মেস ছেড়ে দেওয়ায় মালিকের দাবিমতো মোটা টাকা না দেওয়াতেই হামলা বলে অভিযোগ ওই ছাত্রীর। এ নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্তরা।

বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী কন্যাকি দাস পড়াশোনার জন্য রতনপল্লিতে আরও দু’জনের সঙ্গে একটি মেসে থাকতেন। রবিবার সেই বাড়ি ছাড়়ার সময় মালিক কস্তুরী দাশগুপ্ত এবং তাঁর স্ত্রী ফল্গুশ্রী হামলা চালান বলে অভিযোগ ওই ছাত্রীর। কন্যাকির আরও দাবি, তাঁর মা-বাবাকেও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়েছে। এর পর শান্তিনিকেতন থানায় তাঁরা অভিযোগ দায়ের করেন তিনি।

ছাত্রীর বাড়ির লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ির মালিকের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল। রবিবার বাড়ি ছাড়ার সময় তাঁদের একটি সাদা কাগজে সই করতে বলেন মালিক কস্তুরী দাশগুপ্ত। তাঁর দাবি ছিল, এক বছরের জন্য তাঁরা বাড়ি ভাড়ার চুক্তি করেছিলেন। কিন্তু যে হেতু তাঁরা আগে ছেড়ে দিচ্ছেন, তাই আরও এক বছরের ভাড়া বাবদ ৫০ হাজার টাকা দিতে হবে। সেটা না দেওয়াতেই তাঁদের মারধর করা হয়।

আরও পড়ুন: মঙ্গলবার বাঁকুড়া থেকে মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মমতা

অন্য দিকে মারপিটের ওই সময়কার একটি ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মেসের পাশের বাড়ি থেকে তোলা হয়েছে ভিডিয়োটি। তাতে ধস্তাধস্তি, লাঠি দিয়ে মারধরের ছবি ধরা পড়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যাসত্য যাচাই করেনি আনন্দবাজার কর্তৃপক্ষ।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: বৈশাখী নিমন্ত্রিত নন, বিজেপির বিজয়া সম্মিলনীতে যাচ্ছেন না শোভন

ছাত্রীর বাবা বলেন, ‘‘আমরা দুর থেকে মেয়েকে পড়াশোনা করতে পাঠিয়েছি। এমন ঘটনা ঘটলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। প্রশাসন যেন বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়।’’ অভিযুক্তদের বাড়িতে গেলেও তাঁরা কেউ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva Bharati Santiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE