প্রকাশ্য রাস্তায় ‘শুট আউট’ বীরভূমে! যুবতীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালেন অজ্ঞাতপরিচয় যুবক। শনিবার রাতে বীরভূমের নলহাটিতে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবতীর নাম সীমা খান। বাড়ি নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়ালপাড়া এলাকায়। নলহাটিরই পেকুরতলায় তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। শনিবার রাতে সেই পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন সীমা। বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাঁকে লক্ষ্য করে পর পর চারটি গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শব্দ শুনে ছুটে যান স্থানীয়েরা। রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ওই যুবতীর বুকে একটি এবং হাতে দু’টি গুলি লেগেছে। চতুর্থ গুলিটি লেগেছে কোমরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় অভিযোগের তির যুবতীর স্বামীর দিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামী রজু খানের সঙ্গে সীমার বৈবাহিক সম্পর্ক ভাল ছিল না। গুলিবিদ্ধের আত্মীয়া মনিরা খাতুন জানিয়েছেন, সম্প্রতি দু’জনের বিবাহবিচ্ছেদের কথাও চলছিল। তদন্তকারীদের অনুমান, সম্ভবত সম্পর্কের টানাপড়েনের জেরেই এই ঘটনা ঘটিয়েছেন রজু। ইতিমধ্যে মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।