Advertisement
১৯ মে ২০২৪

মদ বন্ধে ফের পথে প্রমীলা বাহিনী

মদের ঠেক উচ্ছেদে ফের পথে নামল কাশীপুরের প্রমীলাবাহিনী। শনি এবং রবিবার এলাকার বিভিন্ন ঠেকে হামলা চালান কিছু মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার ভয়ে বেশ কিছু বেআইনি ঠেক রাতারাতি পাততাড়ি গুটিয়ে ফেলেছে। রবিবার সন্ধ্যায় কাশীপুর হাটতলা এলাকায় একাধিক মদের ঠেকে হানা দেন কিছু মহিলা।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:৫০
Share: Save:

মদের ঠেক উচ্ছেদে ফের পথে নামল কাশীপুরের প্রমীলাবাহিনী। শনি এবং রবিবার এলাকার বিভিন্ন ঠেকে হামলা চালান কিছু মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার ভয়ে বেশ কিছু বেআইনি ঠেক রাতারাতি পাততাড়ি গুটিয়ে ফেলেছে।

রবিবার সন্ধ্যায় কাশীপুর হাটতলা এলাকায় একাধিক মদের ঠেকে হানা দেন কিছু মহিলা। নপাড়া এলাকার কয়েকটি ঠেকেও অভিযান চলে। তবে সেগুলিতে হাতে গোনা কয়েকটি বোতল ছাড়া তেমন কিছুই মেলেনি বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনি ওই ঠেকগুলিতে নিয়মিত মদ বিক্রি হত। এ দিন পুলিশও কয়েকটি ঠেকে হানা দেয়।

শনিবারও কাশীপুর-আদ্রা রোডের একটি লাইসেন্সড দোকানে ও কাশীপুর বাজারের কাছে একটি পানশালাতেও হানা দিয়েছিলেন শতাধিক মহিলা। তাঁদের দাবি, দোকান থেকে কম বয়সীদের মদ বিক্রি করা যাবে না এবং দেশি মদ বিক্রি পুরোপুরি বন্ধ করতে হবে। গণ্ডগোলের জেরে সরকারি অনুমোদন প্রাপ্ত দোকানটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় যান চলাচলও ব্যহত হয়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে ফেরানো হয়।

কিছু দিন আগে পুরুলিয়া শহরের বেশ কিছু সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে একই দাবিতে চড়াও হচ্ছিলেন কিছু মহিলা। সম্প্রতি নপাড়া এলাকার কিছু মহিলাও পথে নামতে শুরু করেন। পরে বিভিন্ন এলাকা থেকে একই খবর আসতে শুরু করে।

জেলা আবগারি দফতরের সহকারি সুপার অতীশ দাস বলেন, ‘‘কাশীপুরের ঘটনাটি শুনেছি। বেআইনি ঠেকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। কম বয়সীদের মদ বিক্রি করার ব্যাপারেও স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি অনুমোদন পাওয়া দোকানে প্রাপ্তবয়স্ক ক্রেতাকে মদ বিক্রিতে কোনও বেনিয়ম নেই। ওই মহিলারা আমাদের কাছে এসে দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে পারেন। এ ভাবে আইন হাতে তুলে নেওয়া উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE