Advertisement
০২ মে ২০২৪

তরুণীর শ্লীলতাহানি, সাঁইথিয়ায় আটক যুবক

এক আদিবাসী তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক আদিবাসী যুবককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, সাঁইথিয়া থানা এলাকায়।পুলিশ জানায়,এ দিন সকালে এলাকার এক আদিবাসী তরুণী সকালে মাঠের দিকে যায়। সেই সময় তিন আদিবাসী যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী এ দিন দুপুরে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:২৫
Share: Save:

এক আদিবাসী তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক আদিবাসী যুবককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, সাঁইথিয়া থানা এলাকায়।পুলিশ জানায়,এ দিন সকালে এলাকার এক আদিবাসী তরুণী সকালে মাঠের দিকে যায়। সেই সময় তিন আদিবাসী যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী এ দিন দুপুরে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজে তাদের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। পরে এক আভিযুক্তকে পুলিশ আটক করে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই আদিবাসী তরুণী বাইরে থাকতেন। গত মাস চারেক হল তিনি গ্রামে ফিরেছেন। তারপর থেকে পথেঘাটে মাঝে মধ্যেই তাঁকে কিছু ছেলে উত্তক্ত্য করত। তরুণীর অভিযোগ, এ দিন সকাল সাতটা নাগাদ তিনি গ্রামের বাইরে মাঠের দিকে শৌতকর্ম করতে যাচ্ছিলেন। সেই সময় গ্রামের বাইরে ফাঁকা জায়গায় পাশের গ্রামের ওই তিনজন যুবক তাঁর পথ আটকায়। তাঁকে ওই ছেলেরা কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। তরুণী প্রতিবাদ করায় ওরা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকী চড়-থাপ্পড়ও মারে। তরুণী দৌড়ে বাড়ি পালিয়ে যান। তখন পিছন থেকে তাঁকে এ ব্যাপারে থানা-পুলিশ করলে পরিণতি ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়। মেয়েটির বাবা বলেন, ‘‘ওরা এমনটা করবে ভাবতে পারছি না। ওরা প্রত্যেকে আমাদের খুব পরিচিত।’’ আটক হওয়া ওই যুবক পুলিশের কাছে দাবি করেছেন, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sainthia molestation police arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE