ইস্তফা দিয়েও প্রত্যাহার করে নিলেন বোলপুর কলেজের অধ্যক্ষ নুরসাদ আলি। কলেজ সূত্রে খবর, কাজে যোগ দেওয়ার তিন মাসের মাথায় অধ্যক্ষের পদ থেকে তিনি ইস্তফার কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবার ছিল কলেজ পরিচালন সমিতির জরুরী বৈঠক। সেখানে রাজ্যের মন্ত্রী তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ সিংহের অনুরোধে ইস্তফা প্রত্যাহার করেন তিনি।
গত ১ জুন বোলপুর কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরসাদ আলি। দায়িত্বে আসার পর থেকে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের মধ্যে নিয়মানুবর্তী, সময়ানুবর্তী আনা-সহ অন লাইন ভর্তি প্রক্রিয়া সুস্থ ভাবে করানো, কলেজে পঠনপাঠনের পরিবেশ ফেরানো, সার্বিক পরিকাঠামো উন্নয়নের মতো বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগী হন। কলেজের শিক্ষক, অশিক্ষক ও ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, তখনই অধ্যক্ষ বাধার মুখে পড়েন। এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগের কথা জানান। নুরসাদ আলি এ দিন বলেন, “অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা, গত তিন তারিখ রাজ্যের মন্ত্রী তথা পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ সিংহকে জানিয়েছিলাম। পরিচালন সমিতির সভাপতি ও সহকর্মীদের অনুরোধে তা প্রত্যাহার করেছি।’’
এ দিনের বৈঠক শেষে মন্ত্রী বলেন, “উনি ইস্তফা দিয়েছিলেন। আলোচনার পর, প্রত্যাহার করেছেন। এখন আর কোনও সমস্যা নেই।” তাঁর কাজের স্বাধীনতায় বাধা এলে, তিনি তাঁর আগের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে স্পষ্ট করে জানিয়ে দেন অধ্যক্ষ। বলেন, ‘‘কলেজের উন্নয়ন করতে চাই। সে কাজে বাধা এলে থাকব কেন?’’