Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোতুলপুরেও ঘাসফুল

কোতুলপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করল তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শীতল কৈর্বত্যকে ৪০ হাজার ৩৫৭ ভোটে হারিয়ে জয়লাভ করেন। সৌমিত্র পান ৯৮ হাজার ৮৭৮টি ভোট।

গণনাকেন্দ্রের বাইরে দেখা তৃণমূল (বাঁ দিকে) এবং সিপিএম প্রার্থীর। ছবি: শুভ্র মিত্র।

গণনাকেন্দ্রের বাইরে দেখা তৃণমূল (বাঁ দিকে) এবং সিপিএম প্রার্থীর। ছবি: শুভ্র মিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোতুলপুর শেষ আপডেট: ১৭ মে ২০১৪ ০১:৫২
Share: Save:

কোতুলপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করল তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শীতল কৈর্বত্যকে ৪০ হাজার ৩৫৭ ভোটে হারিয়ে জয়লাভ করেন। সৌমিত্র পান ৯৮ হাজার ৮৭৮টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৫২১টি ভোট।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সৌমিত্র খাঁ ৮৩ হাজার ৩৫৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের পূর্ণিমা বাগদিকে হারিয়ে জয়লাভ করেছিলেন। লোকসভা ভোটের কয়েক মাস আগেই তিনি কংগ্রেস দল ত্যাগ করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়।

তবে, উপনির্বাচনে তৃণমূলের ভোট এ বার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৭৮। তুলনায় কমে গিয়েছে সিপিএমের ভোট। গত বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৮১ হাজার ৯২২ ভোট।

এ বার তা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫২১। উল্লেখযোগ্য ভাবে গোটা রাজ্যের মতো এখানেও বিজেপির ভোট বেড়েছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কোটাল তরুণ পেয়েছিলেন ৬ হাজার ১৮০ ভোট। উপনির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার পেয়েছেন ২৩ হাজার ৩৭টি ভোট। কংগ্রেসের অক্ষয় সাঁতরা ৭ হাজার ৪১৯ ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kotulpur vote result tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE