Advertisement
E-Paper

কেন এলেন না মুনমুন, হতাশ নিতুড়িয়ার প্রশ্ন

একটু ছোঁয়ার আর্তি। বাঁকুড়া স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভায় মুনমুন সেন। রবিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি। তিনি আসবেন, এমনই খবর ছিল। সেই মর্মে এলাকায় জোর প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শুভ্রপ্রকাশ মণ্ডল

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ০৩:২৭
একটু ছোঁয়ার আর্তি। বাঁকুড়া স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভায় মুনমুন সেন। রবিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

একটু ছোঁয়ার আর্তি। বাঁকুড়া স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভায় মুনমুন সেন। রবিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

একটু ছোঁয়ার আর্তি। বাঁকুড়া স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভায় মুনমুন সেন। রবিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।

তিনি আসবেন, এমনই খবর ছিল। সেই মর্মে এলাকায় জোর প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। রবিবার কমিউনিটি হল ভরে তৃণমূল কর্মীদের ভিড় ছাপিয়ে গিয়েছিল সামনের প্যান্ডেলেও।

শেষ পর্যন্ত এলেন না মুনমুন সেন। রবিবার পুরুলিয়ার নিতুড়িয়ায় দলের কর্মিসভার মঞ্চে তাঁকে দেখতে না পেয়ে মুষড়ে পড়লেন অনেকেই। তাঁদের কেউ তৃণমূলের সক্রিয় কর্মী, কেউ বা সাধারণ মানুষ। কর্মিসভা ফেরতদের মধ্যে তারকা-দর্শন না হওয়ার হতাশা যেমন ছিল, তেমনই ভোট প্রচারে নেমে পড়া কর্মীদের মধ্যে ছিল প্রার্থীকে এলাকায় না পাওয়ার ক্ষোভও।

রবিবার বাঁকুড়ার সঙ্গে নিতুড়িয়াতেও তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কর্মিসভা করতে আসছেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে খবর ছিল। কয়েক দিন ধরে তাঁরা তেমনটাই প্রচার চালিয়ে আসছিলেন। রোদ মাথায় নিয়ে হন্তদন্ত হয়ে এ দিন কর্মিসভায় আসেন কর্মীরা। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল, কিছুক্ষণের মধ্যে মুকুল রায় ও মুনমুন সেন আসছেন। কিন্তু, বেলা গড়ালেও মুনমুন না আসায়, দোলাচলে পড়ে যান স্থানীয় নেতা-কর্মীরা। জেলা নেতারাও নির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারছিলেন না। শেষে মুকুল রায়কে একা মঞ্চে উঠতে দেখে হতাশা ঝরে পড়ে কর্মীদের মধ্যে। মুকুলবাবু মঞ্চে উঠে বলেন, “মুনমুন সেনের বাঁকুড়ায় কর্মিসভা রয়েছে। তিনি সেখানে গিয়েছেন। নিতুড়িয়ায় তাঁর আসার কথা ছিল না।”

দলের শীর্ষনেতার এই বক্তব্য কিন্তু মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশই। সভাস্থলের সামনে, কমিউনিটি হলের মধ্যে, মঞ্চে মুনমুনের ‘কাটআউট’ ছিল পর্যাপ্ত সংখ্যায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীনে পুরুলিয়া জেলার একমাত্র রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র রয়েছে। ওই বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়েই এ দিন সভার আয়োজন করা হয়েছিল। দুপুর ২টার পরে কর্মিসভা হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই সভাস্থলে ভিড় জমতে থাকে। পরিস্থিতি সামাল দিতে সভাস্থলে আসেন রঘুনাথপুরের এসডিপিও পিনাকী দত্ত, তিন থানার ওসি থেকে জেলা গোয়েন্দা দফতরের আধিকারিকরা। দফায় দফায় তাঁরাও তৃণমূলের নেতাদের কাছে জানতে চাইছিলেন, তিনি কখন আসছেন? একই প্রশ্ন করছিলেন কর্মীরাও। কিন্তু, উত্তর ছিল না নেতাদের কাছেও। দলের নিতুড়িয়া ব্লক কমিটির সদস্য দয়াময় মিত্রর কথায়, “কর্মিসভায় মুনমুন সেন থাকবেন বলে জানতাম। তিনি না আসায় কর্মীদের প্রশ্নে আমরা প্রায় জেরবার।”

হঠাৎ রটে যায় কলকাতা থেকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে নিতুড়িয়ায় আসছেন মুনমুন। সময় যত গড়িয়েছে কপালে ভাঁজ পড়েছে রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির। বেলা আড়াইটা নাগাদ মুকুলবাবু, জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে মুনমুনকে না দেখতে পেয়ে হতাশা ছড়িয়ে পড়ে অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে। নিতুড়িয়ার তৃণমূল কর্মী মলয় গঙ্গোপাধ্যায়, ভ্রমর মিত্রদের হতাশা, “কয়েক দিন ধরে প্রচার করা হচ্ছিল কর্মিসভায় মুনমুন সেন আসছেন। তাঁকে দেখতে, তাঁর কথা শুনতে আমরা এসেছিলাম। তিনিই তো এলেনই না!” দলের এক ব্লক নেতার আক্ষেপ, “মুনমুন আসছেন বলে ভিড়ের কথা মাথায় রেখে কমিউনিটি হলে বাইরে বিরাট প্যান্ডেল খাটানো হয়েছিল। শুধু সবুজ রঙের চেয়ারে কুলোচ্ছে না দেখে, লাল রঙের কয়েকশো চেয়ার ভাড়া করে আনা হয়েছিল। সেই তিনিই না আসায় সব মাঠে মারা গেল!”

দলের সক্রিয় কর্মী-নেতাদেরও মনমরা অবস্থা। তাঁদের অনেককেই বাড়ি ফেরার পথে বলতে শোনা গেল, “বাঁকুড়া কেন্দ্রের এ বারের লড়াই সহজ নয়। সিপিএমের প্রার্থী বাসুদেব আচারিয়া কবেই প্রচারে নেমে পড়েছেন। কিন্তু, আমরা নিজেরা প্রচারে নামলে কী হবে, প্রার্থীই তো এখনও এলেন না। প্রচারের দিক থেকে তো পিছিয়ে পড়ছি আমরা।” সিপিএমের পুরুলিয়ার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ রায়ের কটাক্ষ, “সকাল দেখেই দিনটা

কেমন যাবে বোঝা যায়। তারকা প্রার্থীকে তো প্রচারেই দেখা যাচ্ছে না। কী কাজ করবেন?”

তবে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাঁকুড়ায় মুনমুনকে পাশে নিয়ে বলেন, “এ বার হল না ঠিকই। পরে আমরা ওখানে যাব।”

munmun sen subhraprakash mondal nituria
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy