Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কন্যাশ্রীর কবিতা লিখে সেরা দুই কন্যা

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় কন্যাশ্রী বিষয়ক কবিতা লিখে রাজ্যে সেরার শিরোপা পেল পুরুলিয়ার দুই আদিবাসী ছাত্রী। আজ, বৃহস্পতিবার কন্যাশ্রী দিবসে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তারা পুরস্কার নেবে। সাঁওতালি ভাষায় কবিতা লিখে প্রথম হয়েছে শিবাণী মান্ডি এবং দ্বিতীয় হয়েছে পাপিয়া হেমব্রম।

পাপিয়া ও শিবানী।—নিজস্ব চিত্র

পাপিয়া ও শিবানী।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মানবাজার ও বাঁকুড়া শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০১:০২
Share: Save:

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় কন্যাশ্রী বিষয়ক কবিতা লিখে রাজ্যে সেরার শিরোপা পেল পুরুলিয়ার দুই আদিবাসী ছাত্রী। আজ, বৃহস্পতিবার কন্যাশ্রী দিবসে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তারা পুরস্কার নেবে।

সাঁওতালি ভাষায় কবিতা লিখে প্রথম হয়েছে শিবাণী মান্ডি এবং দ্বিতীয় হয়েছে পাপিয়া হেমব্রম। তারা দু’জনেই মানবাজার ২ ব্লকের শুশুনিয়া গ্রামের একলব্য কেন্দ্রীয় আবাসিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক অজিত মাহাতো জানান, দু’জনে ষষ্ঠ শ্রেণি থেকে এই স্কুলে পড়ছে। শিবাণীর বাড়ি কেন্দা থানার জ্যোতিটাঁড় এবং পাপিয়ার বাড়ি বাঁকুড়ার বারিকুলে। স্কুল পত্রিকায় ইতিপূর্বেই তাদের লেখা প্রকাশিত হয়েছে। সম্প্রতি অনগ্রসর কল্যাণ দফতর থেকে কন্যাশ্রী বিষয়ক প্রতিযোগিতা মূলক কবিতা চেয়ে পাঠানো হয়েছিল। শিবাণী ও পাপিয়া দু’জনে লেখা পাঠিয়েছিল। ওদের কবিতা প্রথম ও দ্বিতীয় হিসেবে মনোণীত হওয়ায় ওরা তো খুশিই, আমরাও গর্বিত। অনগ্রসর দফতরের পুরুলিয়া জেলা প্রকল্প আধিকারিক নির্মাল্য ঘড়ামি বলেন, “ওই দুই ছাত্রী রাজ্যের মধ্যে সেরা দু’টি স্থান পেয়ে আমাদের জেলার সুনাম বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী তাদের পুরস্কার দেবেন।”

বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে বাউল গানের মাধ্যমে মঙ্গলবার কন্যাশ্রী প্রকল্পের প্রচার হল প্রতাপুর দামোদর জিউ হাইস্কুলে। প্রধান শিক্ষক নিখিলেশ ধর জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পের সচেতনতার জন্যই এই আয়োজন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গৌতম গঙ্গোপাধ্যায় জানান, গ্রামাঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের প্রচার করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kanyashree manbazar shibani mandi papia hembram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE