Advertisement
২০ এপ্রিল ২০২৪

চলছে অবাধ পাচার, ফের আটক অবৈধ কয়লার ট্রাক

অবৈধ কয়লার পাচার চলছেই। গত সপ্তাহের পর ফের অবৈধ কয়লা আটক করা হল রঘুনাথপুর থানা এলাকায়। সোমবার রাতে নিতুড়িয়া ও সাঁতুড়ি থানা এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই দু’টি বড় ট্রাক আটক করেছে পুলিশ। তবে কারওকে ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অবৈধ কয়লার পরিমাণ প্রায় কুড়ি টন। যার বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা।

নদী পেরিয়ে আসছে অবৈধ কয়লা। (ডান দিকে), সেই কয়লা সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডিপোর দিকে।  নিজস্ব চিত্র

নদী পেরিয়ে আসছে অবৈধ কয়লা। (ডান দিকে), সেই কয়লা সাইকেলে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডিপোর দিকে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ০০:৫১
Share: Save:

অবৈধ কয়লার পাচার চলছেই। গত সপ্তাহের পর ফের অবৈধ কয়লা আটক করা হল রঘুনাথপুর থানা এলাকায়। সোমবার রাতে নিতুড়িয়া ও সাঁতুড়ি থানা এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই দু’টি বড় ট্রাক আটক করেছে পুলিশ। তবে কারওকে ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অবৈধ কয়লার পরিমাণ প্রায় কুড়ি টন। যার বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রঘুনাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে নিতুড়িয়ার ভস্কো ও সাঁতুড়ির মুরুলিয়া থেকে দশ চাকার ট্রাক দুটিকে আটক করা হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন রঘুনাথপুর থানার সিআই সুকান্ত বন্দ্যোপাধ্যায়। অবৈধ কয়লা খাদান থেকে কয়লা তুলে ট্রাক বোঝাই করার সময়েই পুলিশ সেগুলিকে আটক করে। তবে লরির চালক ও অবৈধ কয়লার কারবারিরা পুলিশ দেখেই চম্পট দেওয়ায় তাদের ধরা যায়নি। পুরুলিয়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেন “নির্দিষ্ট খবরের ভিত্তিতে অবৈধ কয়লার কারবার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বর্তমানে এই অবৈধ কারবার নিয়ন্ত্রণে আনা গেছে।”

কয়লা পাচার অবশ্য এই এলাকায় নতুন নয়। জেলা পুলিশ নিয়মিত তল্লাশি অভিযানের কথা বললেও তাতে খুব একটা ভরসা নেই স্থানীয় বাসিন্দাদের। গত সপ্তাহেই সাঁতুড়ির মুরুলিয়া থেকেই অবৈধ কয়লা বোঝাই বড় দশ টাকার একটি ট্রাক আটক করেছিল সিআইএসএফ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিআইএসএফের পরে পুলিশের হাতেও অবৈধ কয়লা ভর্তি বড় ট্রাক ধরা পড়ার পরে প্রমাণ হচ্ছে এই কারবার বন্ধে পুলিশ সক্রিয় নয়। নাম কে ওয়াস্তে মাঝে মধ্যে অভিযান চালিয়ে কয়েক বস্তা অবৈধ কয়লা আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়ার সড়বড়ি, নিমডাঙ্গা, গ্রাম পারবেলিয়া, কুলবোনা এবং সাঁতুড়ির মধুকুন্ডা, মুরুলিয়া, ইদগা এলাকায় বহু অবৈধ খাদান থেকে নিয়মিত কয়লা উত্তোলন চলছে। পাশাপাশি দামোদর পেরিয়ে করগালি ঘাটে নৌকা বোঝাই হয়ে ঢুকছে অবৈধ কয়লা। তারপরে সাইকেল, গরুর গাড়ি, ছোট ট্রাক বোঝাই হয়ে সেই কয়লা চলে যাচ্ছে স্থানীয় কয়লা ডিপোগুলিতে। সেখান থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও আসানসোলের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে টনটন অবৈধ কয়লা। যদিও অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশের এক কর্তা বলেন, অবৈধ কয়লার কারবার বন্ধের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রতিটি থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE