সাত্তোর অঞ্চলের তৃণমূলের সহ-সভাপতি দুলাল শেখকে বোমা মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাড়ুই থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন আহত ওই নেতা। আহত দুলাল শেখ বলেন, “শুক্রবার লিখিত অভিযোগ জানানো হবে পাড়ুই থানায়।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ি মহুলারা থেকে দলের কাজে দেবগ্রাম আসার পথে গ্রামের রাস্তার পাশে একটি কালভার্টের কাছে বোমায় জখম হন। তাঁকে গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দুলাল শেখের দুই পায়ে এবং বাঁ হাতে চোট রয়েছে। তবে অবস্থা স্থিতিশীল। এ দিন হাসপাতালের বেডে শুয়ে তিনি বলেন, “বিজেপি নেতা নিমাই দাসের নেতৃত্বে দশ বারোজন দুষ্কৃতী বোমা মারে। বোমার আঘাতে বাইক থেকে পড়ে যাই। ওই সময়ে আক্রমণকারীরা, আরও কয়েকটা বোমা মেরে পালায়।”
সাত্তোরের তৃণমূল অঞ্চল সভাপতি শেখ মুস্তফার অভিযোগ, “সাত্তোর এলাকায় সন্ত্রাস এবং বোমাবাজি করা-সহ এলাকায় অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করছে নিমাই দাস এবং তাঁর সঙ্গীরা। আমাদের সংগঠনের নেতা-কর্মীদের খুনের চেষ্টা করছে বিজেপি।”
তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা নিমাই দাস। তাঁর পাল্টা দাবি, “আসলে আমাদের সংগঠন ওই এলাকায় মজবুত হওয়ায় তৃণমূল ভয় পেয়েছে। এলাকায় তোলার টাকা ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে দুলালের সঙ্গে সমাজবিরোধীদের ঝামেলার খবর পেয়েছি। এই ঘটনার সঙ্গে আমার বা বিজেপির কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করে দেখুক, সত্যি জানা যাবে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।