Advertisement
E-Paper

পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি

ফের নানুরে মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্ব। বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তুললেন দলেরই এক পঞ্চায়েত প্রধান। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ কীর্ণাহারের ঘটনা। অভিযোগ অস্বীকার করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্বও। প্রধান শনিবার নানুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৫ ০০:৩১

ফের নানুরে মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্ব। বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তুললেন দলেরই এক পঞ্চায়েত প্রধান। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ কীর্ণাহারের ঘটনা। অভিযোগ অস্বীকার করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্বও। প্রধান শনিবার নানুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাতে কিছু দুষ্কৃতী কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের প্রধান শিবরাম চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বোমা মারে। শিবরামবাবুর দাবি, “এর আগেও আমার বাড়ির সামনে দু’টি বোমা ফাটানো হয়েছিল। আসলে আমার পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে দলেরই কারও কারও স্বার্থে আঘাত লাগছে। তাই আমাকে ভয় দেখাতেই ওই সব কাণ্ড করছে।” তিনি ব্লক নেতৃত্বের কাছে এ নিয়ে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এমনিতে নানুরে তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের ঘটনা নতুন নয়। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত বর্তমান ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক সেখ শাহানওয়াজের ভাই কাজল শেখ গোষ্ঠীর বিরোধ দীর্ঘ দিনের। বিভিন্ন সময় উভয় পক্ষের বিরুদ্ধে ব্লক কার্যালয়ে হামলা চালানোর অভিযোগও উঠেছে। অতীতে তার জেরে নানুরের বিধায়ক গদাধর হাজরা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মধুসূদন প-াল-সহ বেশ কিছু দলীয় কর্মী-সমর্থক আক্রান্তও হয়েছেন। এমনকী, গোষ্ঠী বিবাদের কারণেই বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নানুরে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও জেলা পরিষদের আসনে সিপিএম প্রার্থীর কাছে সুব্রতবাবুকে হারতে হয়। কীর্ণাহার ১ পঞ্চায়েতের প্রধান এলাকায় সুব্রতবাবুর অনুগামী বলেই পরিচিত। সেই আক্রোশ থেকেই বিরুদ্ধে গোষ্ঠীর লোকেরা শিবরামবাবুর বাড়িতে বোমাবাজি করেছে বলে অপর গোষ্ঠীর অভিযোগ। শিবরামবাবুর অভিযোগ স্বীকার করে সুব্রতবাবু বলেন, “নানুরে এখন গোষ্ঠী-দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে। এ ক্ষেত্রে কী হয়েছে, তা ঠিক ভাবে খতিয়ে দেখে দলগত সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেব।”

nanur tmc clash panchayet pradhan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy