Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রিকশা ভাড়ার বোর্ড টাঙানোর সিদ্ধান্ত

পুরুলিয়া শহরের বিভিন্ন মোড়ে নির্ধারিত রিকশা ভাড়ার তালিকা টাঙানো হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবার পুরুলিয়া কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান বলেন, “কিছুদিন আগে বিভিন্ন রিকশা শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের বৈঠকে শহরের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব অনুযায়ী রিকশা ভাড়া স্থির করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০০:৪১
Share: Save:

পুরুলিয়া শহরের বিভিন্ন মোড়ে নির্ধারিত রিকশা ভাড়ার তালিকা টাঙানো হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

মঙ্গলবার পুরুলিয়া কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক প্রশাসনিক বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান বলেন, “কিছুদিন আগে বিভিন্ন রিকশা শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের বৈঠকে শহরের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব অনুযায়ী রিকশা ভাড়া স্থির করা হয়েছিল। তার পর সেই তালিকা দু-একটি জায়গায় টাঙানো হলেও সেই সব বোর্ড রাতারাতি উধাও হয়ে যায়। ফের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ট্যাক্সিস্ট্যান্ড, কোর্ট চত্বর-সহ শহরের আরও কিছু জায়গায় ভাড়ার তালিকার বোর্ড লাগাতে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার বলেন, “ভোটের আগে সম্ভব না হলে ভোটের পরে নির্ধারিত রিকশা ভাড়ার বোর্ড কয়েকটি মোড়ে লাগানো হবে।”

মঙ্গলবারের বৈঠকে অবশ্য ডাক পাননি রিকশা শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা। তৃণমূল প্রভাবিত রিকশা শ্রমিক সংগঠনের মুখপাত্র শেখ বাবলু বলেন, “আমরা আগের বিষয়টি জানি। কোনও কারণে আগের বার সব জায়গায় তা মানা যায়নি। এ বার প্রশাসন রিকশা ভাড়ার বোর্ড লাগাতে উদ্যোগী হলে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আমরাও লিফলেটে বিলি করে যাত্রীদের সচেতন করব। তবে, রিকশা শ্রমিকদের রুজির বিষয়টিও মাথায় রাখতে হবে।”

আইএনটিইউসি-র জেলা সভাপতি সমীরণ রায় বলেন, “ভাড়া নির্দিষ্ট থাকলে সকলেরই সুবিধা। রিকশা চালকও যাতে তাঁর শ্রমের মূল্য পান, আবার যাত্রীদেরও যাতে অসুবিধায় না পড়তে হয়, এটা নিশ্চিত করা গেলে কোনও সমস্যা হবে না।” সিটু প্রভাবিত রিকশা শ্রমিক সংগঠনের মুখপাত্র বিনায়ক ভট্টাচার্যের বক্তব্য, বছর খানেক আগেই ভাড়ার তালিকা নির্দিষ্ট করা হয়েছিল। তার মধ্যে জিনিসপত্রের দাম বেড়েছে। “কোনও জায়গার ভাড়া নিয়ে কোনও বক্তব্য থাকলে রিকশা শ্রমিকেরা আমাদের জানাতে পারেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। তবে, ভাড়ার তালিকা থাকলে যাত্রী ও রিকশাচালক, দু’পক্ষেরই সুবিধা। দর-দস্তুর করতে হয় না।”এমনই মত বিনায়কবাবুর। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র তরফে রঙ্গলাল কুমার বলেন, “মঙ্গলবারের বৈঠক সম্পর্কে জানি না, কেন না আমাদের ডাকা হয়নি। তবে, ভাড়ার তালিকার বিষয়টি আমরা সমর্থন করি।”

পুরুলিয়া নাগরিক মঞ্চের সম্পাদক প্রদীপ কুণ্ডুর কথায়, “রিকশা ভাড়া নিয়ে শহরবাসীর নানা অভিযোগ রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। ভাড়ার তালিকা ফের টাঙানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rickshaw fare purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE