হাসপাতালে সদ্যোজাত শিশুর গায়ে ডিস্ক নম্বরের সঙ্গে মায়ের ডিস্ক নম্বরে মিল না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হল। শেষমেশ শিশুর দেহের রক্তের সঙ্গে বাবার নমুনা মিলে যাওয়ার পরেই দূর হল বিভ্রান্তি। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট সদর হাসপাতালের ঘটনা। সুপার সুবোধকুমার মণ্ডল জানান, হাসপাতালের অপারেশন রুমে কর্মরত নার্সদের ভুলে মায়ের ডিস্ক নম্বরের সঙ্গে সদ্যোজাত শিশুর ডিস্ক নম্বর মিলছিল না। অন্য এক জন প্রসূতির সদ্যোজাত শিশুর সঙ্গে ডিস্ক নম্বর বদলা বদলি হয়ে যায়। পরে রক্ত পরীক্ষা করে সমস্যার সমাধান করা হয়। তবে, ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। সুপার অবশ্য এ দিন জানিয়েছেন, অভিযোগ না হলেও ওই ঘটনায় কর্মরত কর্মী এবং নার্সদের সতর্ক করে দেওয়া হয়েছে।