Advertisement
E-Paper

সুচিত্রার মুনু দেওয়াল লিখনে হবেন শ্রীমতী

শ্রীমতী দেব বর্মা বলে কাউকে চেনেন কি? উত্তরটা ‘হ্যাঁ’ নাকি ‘না’, তা বলার জন্য কোনও পুরস্কার নেই। মুনমুন সেনকে চেনেন? এ প্রশ্নের জবাব দেওয়ার জন্যও কোনও প্রাইজ নেই। টলিউডের এক সময়ের ‘গ্ল্যামার-গার্ল’ মুনমুনই যে শ্রীমতী, তা জানতেন না বাঁকুড়ার অধিকাংশ তৃণমূল কর্মীই। তাঁদের অবশ্য দোষও দেওয়া যায় না। বৃদ্ধা-প্রৌঢ়-যুবক তৃণমূল কর্মীরা তো সিনেমার পর্দায় মুনমুন সেনকে দেখতেই অভ্যস্ত।

রাজদীপ বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল রায়

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০৪:০১
শ্রীমতীর নামে দেওয়াল লিখন। ছবি: অভিজিৎ সিংহ।

শ্রীমতীর নামে দেওয়াল লিখন। ছবি: অভিজিৎ সিংহ।

শ্রীমতী দেব বর্মা বলে কাউকে চেনেন কি?

উত্তরটা ‘হ্যাঁ’ নাকি ‘না’, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।

মুনমুন সেনকে চেনেন?

এ প্রশ্নের জবাব দেওয়ার জন্যও কোনও প্রাইজ নেই।

টলিউডের এক সময়ের ‘গ্ল্যামার-গার্ল’ মুনমুনই যে শ্রীমতী, তা জানতেন না বাঁকুড়ার অধিকাংশ তৃণমূল কর্মীই। তাঁদের অবশ্য দোষও দেওয়া যায় না। বৃদ্ধা-প্রৌঢ়-যুবক তৃণমূল কর্মীরা তো সিনেমার পর্দায় মুনমুন সেনকে দেখতেই অভ্যস্ত। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, সুচিত্রা-তনয়ার আসল নাম যে শ্রীমতী, তা তাঁদের বেশির ভাগই জানলেন বুধবার বাঁকুড়া শহরে দলের এক কর্মিসভায়। এবং তথ্যটা জেনে অনেকেই অবাক। সভা শেষ হওয়ার পরেও গুঞ্জনটা তাই থামছিল না। এক তৃণমূল কর্মী অন্য জনকে জিজ্ঞেস করছেন, “হ্যাঁরে, মুনমুন সেনের আসল নামটা জানতিস?” অন্য জনের উত্তর, “নাহ। আজই প্রথম শুনলাম।”

চিত্রতারকাদের ক্ষেত্রে এটা অবশ্য নতুন নয়। গৌরাঙ্গ চক্রবর্তী যেমন বলিউডে গিয়ে হয়েছেন মিঠুন চক্রবর্তী বা ইউসুফ খান হয়েছেন দিলীপ কুমার, একই ভাবে বাংলার অরুণকুমার চট্টোপাধ্যায় হয়েছিলেন উত্তম কুমার বা দীপক চক্রবর্তী রুপোলি পর্দায় পরিচিত চিরঞ্জিত নামেই। সুচিত্রা সেনের আসল নাম ছিল কৃষ্ণা। কিন্তু, ক’জনই বা জানেন মধুবালার আসল নাম ছিল মুমতাজ বেগম জেহান দেহলভি কিংবা মল্লিকা শেরাওয়াত আসলে রিনা লাম্বা বা সানি লিওনি হলেন করণজিৎ কওর ভোরা। শিল্পা শেট্টি আসল যে অশ্বিনী, তা-ও তো বহু মানুষের অজানা।

হাল বাংলার তরুণ-তরুণীর ‘হার্টথ্রব’ দেবকে ঘাটাল লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন বলেই না বহু লোক জানল, দেব আসলে দীপক অধিকারী! ঘাটাল কেন্দ্রের দেওয়ালে দেওয়ালে এখন লেখা চলছে, ‘দীপক অধিকারীকে (দেব) ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। ঠিক একই নির্দেশ বাঁকুড়ার দলীয় কর্মীদের দিয়েছেন জেলা তৃণমূল নেতারা। কারণ, বৈদ্যুতিন ভোটযন্ত্রে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থীর যে নাম লেখা থাকবে, তা হল শ্রীমতী দেব বর্মা। অতএব, দেওয়াল-প্রচারে সেই নামই লেখা হবে। বুধবার বাঁকুড়া শহরের জুগিপাড়ার একটি লজে তৃণমূলের ওই কর্মিসভাটি হয়। জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, “মুনমুন সেনের নাম ইভিএমে থাকবে শ্রীমতী দেব ভর্মা। তাই আমাদের এই নামটাই মানুষকে জানাতে হবে। দেওয়াল লিখনে শ্রীমতী নামের পাশে ব্র্যাকেটে লেখা থাকবে মুনমুন সেন।”

মুনমুন নিজে বলছেন, “ভোটার কার্ড বা পাসপোর্টে আমার শ্রীমতী নামটাই রয়েছে। যাদবপুরে নবনীতাদি (দেবসেন) এবং অন্য অধ্যাপকেরাও আমাকে ওই নামেই ডাকেন। এর বাইরে আমাকে শ্রীমতী বলেন দক্ষিণের অভিনেতা মামুটি।”

তাহলে মুনমুন নাম এল কোত্থেকে? “আমার ডাকনামটাই যে মুনমুন! মা ডাকতেন মুনু বলে।”হেসে বললেন শ্রীমতী!

munmun sen rajdeep bandyopadhay indranil roy loksabha election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy