বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাজের সুবিধায় ভারত নির্মাণ রাজীব গাঁধী সেবাকেন্দ্রের উদ্বোধন হয়েছে বলরামপুর ব্লকে। বৃহস্পতিবার এই কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। বলরামপুরের বিডিও সুচেতনা দাস জানিয়েছেন, এই ব্লকের যে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেগুলির ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এই কেন্দ্রে বসে কাজ যাতে ভাল ভাবে কাজ করতে পারেন, সেই ব্যবস্থার পাশাপাশি একটি সভাগৃহ গড়া হয়েছে। সৃষ্টিধরবাবু বলেন, ‘‘এই কেন্দ্রটি এলাকার মানুষজনকে পরিষেবা পৌঁছে দেবে। তা হলেই এই কেন্দ্রের সার্থকতা।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) প্রকাশ পাল, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মণিকা মাহাতো প্রমুখ। এই কেন্দ্র গড়তে ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে বিডিও জানিয়েছেন।