হস্টেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে অধ্যক্ষের চেম্বারের মেঝেতে বসে বিক্ষোভ দেখাল আবাসিকরা। তাতেও কাজ না হওয়ায় শেষে অধ্যক্ষের অফিসের সামনে ছাত্রছাত্রীরা অনশনে বসেন। শুক্রবার বাঁকুড়া সম্মিলনী কলেজের ঘটনা। কলেজের তিনটি হস্টেলে প্রায় ৯০ জন ছাত্রছাত্রী থাকেন। আন্দোলনকারীদের মধ্যে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুদেব মণ্ডল, সুখদেব মুর্মুরা বলেন, “এক মাস আগে হস্টেলের ভাড়া এক লাফে দু’হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়। তার প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছিলাম। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আমাদের দাবি না মানলেও জেলার তৃণমূল ছাত্র পরিষদ নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায় ভাড়া কমানো নিয়ে কলেজের সঙ্গে কথা বলবেন আশ্বাস দেওয়ায় আন্দোলন তুলে নিই।” কলেজের অধ্যক্ষ সমীর মুখোপাধ্যায়ের সঙ্গে এ দিন বেশ কয়েক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।