বারাণসী থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ থমকে রয়েছে রাজ্যে। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের করা প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছেন, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে যথাযথ গতিতে কাজ হলেও পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। অধিগ্রহণের লক্ষ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলিতে নির্দেশিকা জারি হলেও বার বার রাজ্য সরকার সড়কের অভিমুখ (অ্যালাইমেন্ট) পাল্টানোয় কাজ এগোতে পারছে না। তবে গডকড়ী জানান, পশ্চিমবঙ্গের জন্য সবিস্তার প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। তার ফলাফল এবং প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণকাজ চলবে।
জমি অধিগ্রহণ সংক্রান্ত অন্য একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ভারত-বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে ২২১৬.৭ কিলোমিটার। পশ্চিমবঙ্গের ৫৬৯ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারের বেড়াহীন। ১৮১ কিলোমিটারে বেড়া বসানোর জন্য প্রয়োজনীয় জমির টাকা কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যকে দিয়ে দিয়েছে। কিন্তু রাজ্য সরকার সেই জমি এখনও কেন্দ্রকে হস্তান্তর করেনি। ফলে কাজ এগোনো সম্ভব হচ্ছে না, সুরক্ষার নিরিখে যা উদ্বেগজনক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)