Advertisement
০৬ মে ২০২৪
West Bengal News

ভুল ঘোষণায় উত্তাল খড়দহ, অবরোধ শিয়ালদহ মেন লাইনে

সময় সারণী মেনে ট্রেন না চলাটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে শিয়ালদহ শাখায়। এই নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। তার উপর স্টেশনগুলোয় মাঝেমধ্যেই ভুল ঘোষণা করে যাত্রীদের বিড়ম্বনায় ফেলেন স্টেশনকর্মীরা। মঙ্গলবার সকালে সেই ভুল ঘোষণাকে কেন্দ্র করেই খড়দহ স্টেশনে তুমুল উত্তেজনা তৈরি হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ১১:২২
Share: Save:

সময় সারণী মেনে ট্রেন না চলাটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে শিয়ালদহ শাখায়। এই নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। তার উপর স্টেশনগুলোয় মাঝেমধ্যেই ভুল ঘোষণা করে যাত্রীদের বিড়ম্বনায় ফেলেন স্টেশনকর্মীরা। মঙ্গলবার সকালে সেই ভুল ঘোষণাকে কেন্দ্র করেই খড়দহ স্টেশনে তুমুল উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, সব ক’টি আপ ও ডাউন লাইনে অবরোধ শুরু হয়। এই ঘটনার জেরে এ দিন সকাল পৌনে ৯টা থেকে শিয়ালদহ মেন লাইনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তুমুল অসুবিধার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, এ দিন খড়দহ স্টেশনে একটি গ্যালপিং ডাউন ব্যারাকপুর লোকাল দুই নম্বর প্লাটফর্মে আসছে বলে ঘোষণা করা হয়। কিন্তু ওই ট্রেনটি খড়দহ স্টেশনে থামে না। ঘোষণা হওয়ায় যাত্রীরা তাড়াতাড়ি দুই নম্বর প্লাটফর্মে চলে এলেও ব্যারাকপুর লোকাল সেখানে না থামায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, স্টেশনকর্মীদের এই ধরনের গাফিলতিতে সাধারণ মানুষের হয়রানি এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এই ঘটনার প্রতিবাদেই শিয়ালদহ মেন লাইনের আপ ও ডাউন শাখায় অবরোধে বসেছেন নিত্যযাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail Blockade Khardah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE