Advertisement
১১ মে ২০২৪
Asansol

অনলাইন গেমের আসক্তিতে পরিবারকে না জানিয়ে পড়শি রাজ্যে ছেলে, উদ্ধার করল রেল পুলিশ

অনলাইন গেমের প্রতিযোগিতায় জিতেছিল উত্তরপ্রদেশের আকবরপুর এলাকার ১৬ বছরের ওই কিশোর। নাম অস্তিত্ব শ্রীবাস্তব।

অস্তিত্ব শ্রীবাস্তব, সঙ্গে রেল পুলিশ ও তার বাবা।

অস্তিত্ব শ্রীবাস্তব, সঙ্গে রেল পুলিশ ও তার বাবা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২২:৩৪
Share: Save:

অনলাইন গেমের আসক্তিতে পরিবারকে না জানিয়ে পড়শি রাজ্যে চলে এল উত্তরপ্রদেশের এক কিশোর। শেষমেশ ওই যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল আসানসোল রেল ডিভিশনের আরপিএফ।

অনলাইন গেমের প্রতিযোগিতায় জিতেছিল উত্তরপ্রদেশের আকবরপুর এলাকার ১৬ বছরের ওই কিশোর। নাম অস্তিত্ব শ্রীবাস্তব। প্রতিযোগিতায় জেতার পুরস্কার হিসাবে তাঁকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। ওই পুরস্কারের টাকা নিতে আসানসোলে চলে আসে সে। পরিবারকে না জানিয়েই। পরে ওই কিশোরের খোঁজ করা শুরু হতেই বৃহস্পতিবার তাকে উদ্ধার করে আসানসোল রেল ডিভিশনের আরপিএফ।

ছেলেটির খোঁজ পেয়ে পরিবারকে খবর দেন আরপিএফ কর্মী শুভ্রা দে ও অসীম অধিকারী। তার পরই অস্তিত্ব শ্রীবাস্তবের বাবা মনোজ শ্রীবাস্তব শুক্রবার আসানসোলে এসে তাঁর ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। ছেলেকে পেয়ে খুবই খুশি মনোজ শ্রীবাস্তব। তিনি আসানসোল রেল ডিভিশনের আরপিএফ কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE