কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারও। তবে একই সঙ্গে গরমও বাড়বে। আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত। এর ফলে বৃষ্টি হলেও আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবারের জন্য। তবে রবিবার থেকে আর কোনও সতর্কতা নেই। রবিবার, সোমবার কলকাতায় মূলত শুকনো আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে শনিবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে আপাতত কোনও সতর্কতা নেই। তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। ইতিমধ্যে উত্তরে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তার পরের দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪.৬ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।