গরম না পরেই দিন দুপুরে ভরপুর গ্রীষ্মকালীন অনুভূতি হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহেই। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়ে দিল, তাপমাত্রা আরও দু’-তিন ডিগ্রি বাড়তে পারে চলতি সপ্তাহের শেষ দিকেই। যদিও তার আগে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু’দিন বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
বুধবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বৃহস্পতি এবং শনিবার।
আরও পড়ুন:
বৃহস্পতিবার পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দুই মেদিনীপুর এর দুই ২৪ পরগনায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
বুধবার কলকাতাতে কোনও রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই ঝড়-বৃষ্টির পর্ব মিটলে চলতি সপ্তাহেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে শহরে এবং রাজ্যের অন্য জেলাগুলিতেও।
আপাতত সকালে রাত এবং ভোরের দিকে ঠান্ডা থাকলেও দিনে-দুপুরে গরম অনুভূতিই হচ্ছে। তাপমাত্রার এই ওঠানামার জন্যই বাড়ছে জরজ্বালাও। বাড়ছে অসুস্থতার প্রবণতা।