দুর্যোগের মেঘ কেটেছে! সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ধরেছে বৃষ্টি। সাগরের উপরে যে নিম্নচাপ ছিল, তা শক্তিক্ষয় করে বিহারের উপরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতে সতর্কতা না থাকলেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে। তার শক্তি ক্রমশ কমছে। তার প্রভাবে উত্তরবঙ্গে এ বার কমবে ঝড়বৃষ্টি। সোমবার পাহাড় এবং সমতলে সে ভাবে আর বৃষ্টি হয়নি। সকালের দিকে কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ধরে গিয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না।
উত্তরে না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার ঝ়ড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বুধবারও এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে জেলার সব জায়গায় হবে না।