শহরে ঝড়বৃষ্টি হতে পারে, এমনটা আগেই জানিয়েছিল আলিপুর। সেইমতো বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের পাঁচ দিন গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশির ভাগ জেলায়।
এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বুধবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে আলিপুর। তবে বিক্ষিপ্ত ভাবে আগামী রবি-সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।
অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় (অন্তত ৭ থেকে ১১ সেন্টিমিটার)। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ও বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।