Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
Ashok Bhattacharya

Ashok Bhattacharya - Ratna Bhattacharya: সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য প্রয়াত

রত্না নিজেও ছিলেন সিপিএমের সক্রিয় কর্মী। ফেসবুক পোস্টে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, ‘ও শুধু আমাদের দলের এক জন সদস্য ছিল না, ছিল এক জন লড়াকু।’

রত্না ভট্টাচার্য।

রত্না ভট্টাচার্য। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ০৯:০৬
Share: Save:

শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর স্ত্রী রত্না ভট্টাচার্য প্রয়াত হলেন। বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৫। গত বেশ কয়েক দিন ধরে ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছিল তাঁর। বুধবার রত্নার মৃত্যুর খবর ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন সিপিএম নেতা নিজেই। লিখেছেন, ‘আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সঙ্গী, আমার অনুপ্রেরণা... আমার স্ত্রী রত্না ভট্টাচার্য চলে গেল।’

শিলিগুড়ি হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর গত বৃহস্পতিবার রত্নাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ২১ অক্টোবর রত্নার অসুস্থতার খবর নিজের ফেসবুকের পাতাতেই জানিয়েছিলেন অশোক।

প্রসঙ্গত, রত্না নিজেও ছিলেন সিপিএমের সক্রিয় কর্মী। ফেসবুক পোস্টে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, ‘ও শুধু আমাদের দলের এক জন সদস্য ছিল না, ছিল এক জন লড়াকু। আমার সহধর্মিনী বলে বলছি না, ও ছিল এক জন প্রকৃত ভাল মেয়ে, এক জন উদার, নমনীয়, সবাইকে ভালবাসতে পারত। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওর নিজের মধ্যে কোনও দিন কোনও রকম ঔদ্ধত্য ছিল না।’’

আপাতত রত্নার দেহ কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই শায়িত থাকবে বলে জানিয়েছেন অশোক। তিনি জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত তাঁর পরিবার ও পার্টির পক্ষ থেকে নেওয়া হলে জানিয়ে দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE