Advertisement
০৩ মে ২০২৪
Mamata Banerjee

‘মমতা দিদির দ্রুত আরোগ্য প্রার্থনা করি’, লিখলেন মোদী, সুস্থতা কামনায় অধীর, সেলিম, সুকান্তেরা

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Image of Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী মোদী। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২১:৩৩
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। শুধু বন্ধু-দল নয়, মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা-মন্ত্রীরাও। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি।’’

মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর আরোগ্য কামনা করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।’’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি।’’

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও মুখ্যমন্ত্রীর শরীরের খবরাখবর নিয়েছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এ কথা এক্সে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও মমতার সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। আমি চাইব দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরুন।’’ তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর বাড়িতে ফাস্টএডের ব্যবস্থা নেই কেন?’’

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্সে পোস্ট দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি লিখেছেন, ‘‘এটা দেখে আমি হতভম্ব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’’

একই রকম ভাবে বিস্ময় প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তিনি এক্সে লিখেছেন, ‘‘আমি দেখে বিস্মিত। দিদি, আপনার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।’’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন এক্সে মমতার সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছি। দ্রুত সুস্থতা কামনা করি।’’

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে গিয়েছেন সাংসদ-অভিনেতা দেব। তিনি বৃহস্পতিবার ঘাটালে প্রচারের জন্য গিয়েছিলেন। সেখানে এই খবর পেয়ে যান মন্দিরে। মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করে পুজো দেন।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্সে লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। বাড়িতেই সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম। মাথায় চোট, রক্তপাত। এসএসকেএমে চিকিৎসা চলছে। অভিষেক তাঁকে হাসপাতালে নিয়ে যান। যা যা প্রয়োজন, পরীক্ষা প্রক্রিয়া চলছে।’’

বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানও এক্সে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘মমতা দিদির ঘটনা শুনে মন খারাপ হয়ে গিয়েছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE