অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগের উপর দিয়ে উত্তর দিকে এগিয়েছে। শক্তি হারিয়েছে। কিন্তু এখনও ‘অতীত’ হয়ে যায়নি। বরং তার অবশিষ্টাংশে পশ্চিমবঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার।
ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তীসগঢ় থেকে আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান দক্ষিণ ছত্তীসগঢ় সংলগ্ন পূর্ব বিদর্ভের উপর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।
সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আরও দু’দিন ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত। তার পর ধীরে ধীরে আবহাওয়া শুকনো হতে পারে।
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় অতি প্রবল বর্ষণের পূর্বাভাসও রয়েছে। এ ছাড়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায়। তবে উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। সোমবার থেকে আবহাওয়া শুকনো থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গেও মোন্থার অবশিষ্টাংশ তাণ্ডব চালাতে পারে। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে হতে পারে ভারী বৃষ্টি। এ ছাড়া, দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো হতে শুরু করবে আবহাওয়া। তবে আবহবিদেরা জানিয়েছেন, আগামী সপ্তাহে বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।