নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। তাঁর সাফল্যের নেপথ্যে এই তিন মন্ত্রই রয়েছে। শুক্রবার শিলিগুড়ির বাড়িতে ফিরে এমনটাই জানালেন বাংলার প্রথম বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তিনি চান, আরও বেশি করে খেলাধুলোয় আসুন মেয়েরা।
গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন রিচারা। তাঁদের অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বাসভবনে গিয়েছিলেন হরমনপ্রীত কৌর-রিচারা। তার পর শুক্রবার শিলিগুড়ি ফিরেছেন রিচা। সকালে বাগডোগরা বিমানবন্দরে তাঁকে দেখতে বিপুল মানুষের সমাগম হয়। ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান শহরবাসী। এর পর হুডখোলা জিপে চেপে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে ফেরেন রিচা।
শুক্রবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে বিশ্বকাপজয়ীর। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তার আগে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন রিচা তিনি বলেন, ‘‘স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার। ট্রফি জেতার স্বপ্ন নিয়ে খেলেছি। আমার সাফল্যে আমার মা-বাবার অবদান সবচেয়ে বেশি। এর আগেও আমরা ভাল খেলেছি। কিন্তু একাধিক বার বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। কিন্তু এ বার আমরা জিতলাম। ঝুলন গোস্বামীরাই আমাদের অনুপ্রেরণা।’’
বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাটে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারেকাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছেও দিয়েছিলেন রিচা। তিনি বলেন, ‘‘আমার মনের মধ্যে ছিল, কোয়ালিফাই করলে কেউ আটকাতে পারবে না। আমার সেরা ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। এখন লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জেতা।’’
আপাতত এক দিনের জন্যেই শিলিগুড়িতে ফিরেছেন রিচা। সেই উপলক্ষে হোর্ডিং, ব্যানারে সাজিয়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার বিভিন্ন সংগঠনের তরফে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিকেলের সাংবাদিক বৈঠকের পর রিচার যাওয়ার কথা বাঘাযতীন পার্কে। সেখানে তাঁকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরনিগম।
রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। এই রাস্তা জুড়ে লাল গালিচা পেতেছে পুরনিগম। রাস্তার দুই ধারে স্থানীয় মহিলা ক্রিকেটারেরা থাকবেন। তাঁরা ব্যাট তুলে রিচাকে গার্ড অফ অনার দেবেন। বাঘাযতীন পার্কে প্রথমে শিলিগুড়ি পুরনিগম এবং পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ রিচাকে সংবর্ধনা দেবে।
রিচাকে আগেই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। শনিবার আনুষ্ঠানিক ভাবে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। সূত্রের খবর, ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের।