Advertisement
০১ মে ২০২৪
Rose Valley Scam

রোজ় ভ্যালি মামলায় শুভ্রার জামিন

রোজ় ভ্যালি নিয়ে সিবিআইয়ের মামলায় গ্রেফতার হয়েছিলেন শুভ্রা। প্রায় বছর দুয়েক ভুবনেশ্বরে জেল হেফাজতে ছিলেন। ২০২২ সালে ওড়িশার কটক হাই কোর্ট ওই মামলায় শুভ্রার জামিন মঞ্জুর করে।

subhra kundu

গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা‌ কুণ্ডু। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১১
Share: Save:

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালি সংক্রান্ত ইডির মামলায়, সংস্থার অন্যতম ডিরেক্টর তথা মূল অভিযুক্ত গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা‌ কুণ্ডুর জামিন মঞ্জুর করলেন বিচার ভবনের সিবিআই (পিএমএলএ) বিশেষ আদালতের বিচারক।

গত মে মাসে শুভ্রা, একাধিক সংস্থা-সহ প্রায় ৪২ জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। এরপরই আদালতের তরফে অভিযুক্তদের সমন জারি করা হয়। শুভ্রার আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, “অগস্টে শুভ্রাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কিছু পারিবারিক সমস্যা থাকায় শুভ্রা সময় প্রার্থনা করেছিলেন। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।”

ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, “শুভ্রার জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পর ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন। ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।”

প্রসঙ্গত, রোজ় ভ্যালি নিয়ে সিবিআইয়ের মামলায় গ্রেফতার হয়েছিলেন শুভ্রা। প্রায় বছর দুয়েক ভুবনেশ্বরে জেল হেফাজতে ছিলেন। ২০২২ সালে ওড়িশার কটক হাই কোর্ট ওই মামলায় শুভ্রার জামিন মঞ্জুর করে। তবে গৌতম কুন্ডু ইডির মামলায় এখনও জেল হেফাজতে রয়েছে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rose Valley Scam Subhra Kundu CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE