শাসক দলের সংগঠনে ইতিউতি গোষ্ঠী-বিরোধের অভাব নেই। কিন্তু সেই দলের জনপ্রতিনিধিদের মধ্যে এবং প্রশাসনিক স্তরেও গোষ্ঠী-দ্বন্দ্ব চলছে কি না, বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে বিদ্যুৎকর্মীদের আন্দোলনকে ঘিরে উঠে গেল সেই প্রশ্ন।
কর্মীদের দাবি দ্রুত না-মানলে বিদ্যুৎ ভবন ঘেরাও করে রাখা হবে বলে এ দিন কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার মেয়র, বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মী ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি সব্যসাচী দত্ত। তাঁর সেই ঘোষণাকে সমর্থন করে কর্মীদের একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা ওই ইউনিয়নের সভাপতি মদন মিত্র। শাসক দলের ওই দুই নেতা নিজেদের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশে জানিয়ে দেন, তাঁর দফতর অবিলম্বে কর্মীদের দাবি না-মেটালে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে বাধ্য হবেন।
বিদ্যুৎ ভবনের শীর্ষ স্তরে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগও তুলেছেন সব্যসাচীবাবু। বলেছেন, এই বিষয়টিও জানানো হবে মুখ্যমন্ত্রীকে।