গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মে়ডিক্যাল বোর্ড গঠন করা হল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখবেন ওই মেডিক্যাল বোর্ডের সদস্যরা। প্রয়োজনে বোর্ডের সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নবতিপর গায়িকার দীর্ঘ দিন ধরেই হার্টের সমস্যা রয়েছে। সেই সঙ্গে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কোভিডের সংক্রমণের ফলে সন্ধ্যার ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া শিল্পীর অ্যানিমিয়াও রয়েছে। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ডে রয়েছেন সুজন মুখোপাধ্যায় এবং পি সি মণ্ডলের মতো দু’জন কার্ডিওলজিস্ট। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। পালমোনোলজিস্ট দেবরাজ জশও সন্ধ্যার দেখাশোনা করবেন।