এপ্রিল মাস থেকেই রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ছিল। কিন্তু অভিযোগ, এপ্রিলের পেনশনের সঙ্গে ওই বর্ধিত ডিএ পাননি রাজ্যের সরকারি পেনশনপ্রাপকেরা। সেই আবহে এ বার মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল ডিএ আন্দোলনের পুরোভাগে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ।
চলতি বছরের বাজেটে এপ্রিল মাস থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, রাজ্যের নানা প্রান্তে বহু সরকারি পেনশনপ্রাপক এপ্রিল মাসের পেনশনের সঙ্গে এই বর্ধিত মহার্ঘ ভাতা পাননি। ওই পেনশনের টাকার উপর নির্ভর করেই রাজ্যের বহু পরিবার চলে। ফলে চরম আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সেই সব পরিবারকে। এর পরেই মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এ বিষয়ে শীর্ষ আদালতের অতীতের রায় উল্লেখ করে চিঠিতে দাবি জানানো হয়েছে, যার বা যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। পাশাপাশি, আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পেনশনপ্রাপকদের বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ যাবতীয় বকেয়াও মিটিয়ে দিতে হবে রাজ্যকে।
গত ১২ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। যার ফলে রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীদেরও ডিএ বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশ হয়েছে। ১ এপ্রিল থেকে এই ডিএ পাওয়ার কথা তাঁদের। পাশাপাশি, সুবিধা পাওয়ার কথা পেনশনভোগীদেরও। যদিও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে এখনও অনড় রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের দাবি, রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করলেও কেন্দ্রের সঙ্গে ডিএ হারের ফারাক ৩৭ শতাংশ। এই সংক্রান্ত মামলাও চলছে শীর্ষ আদালতে।