রাজ্যে ক্ষমতায় এলে অনেকের হাল বিকাশ দুবের মতো করে দেওয়া হবে বলে হুমকি দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। নির্দিষ্ট করে কারও নাম যদিও করেননি তিনি। তবে মঙ্গলবার বাগনানে ‘রাজা-গজা’ বলে উল্লেখ করে তাঁর ওই মন্তব্যের পর রাজনৈতিক জল্পনা, তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকেই তিনি নিশানা করেছেন। কারণ বাগনানের বিধায়ক অরুণাভর আর এক নাম রাজা।
দুষ্কৃতীদের গুলিতে দলের কর্মনী কিঙ্কর চক্রবর্তীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার বাগনান বন্ধের ডাক দেয় বিজেপি। সেই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপিরই ৮ জন কর্মী গ্রেফতার হয়েছেন। সেই গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার বাগনানে বিক্ষোভ সমাবেশে যোগ দেন সায়ন্তন। বিজেপি সাংসদ অর্জুন সিংহ, হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি শিবশঙ্কর বেজ-সহ দলের আরও বেশ কয়েক জন নেতা হাজির ছিলেন ওই মঞ্চে।
সেখান থেকেই এনকাউন্টারের হুমকি ছাড়েন সায়ন্তন। তিনি বলেন, ‘‘তৃণমূলের হার্মাদরা কিঙ্কর মাজিকে খুন করেছে। পুলিশ খুনিদের ধরতে পারেনি। তাদের ধরতে হবে। বিনা দোষে আমাদের কার্যকর্তাদের গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এই দু’টি দাবি নিয়েই আজকে আমরা সভা করছি।’’