Advertisement
E-Paper

দেশে ৮,০০০ স্কুলে ভর্তি হয়নি এক জনও, রয়েছেন ২০,০০০ শিক্ষক! তালিকায় শীর্ষে বাংলা, কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টে দাবি

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, সারা দেশের ৭,৯৯৩টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। এই সমস্ত স্কুলে কাজ করছেন প্রায় ২০ হাজার শিক্ষক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৭:০৪
দেশের প্রায় আট হাজার স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি।

দেশের প্রায় আট হাজার স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের প্রায় আট হাজার স্কুলে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি। অথচ, এই স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা প্রায় ২০ হাজার! কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। রিপোর্ট বলছে, ভর্তিশূন্য এই সমস্ত স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের ৩,৮১২টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। স্কুলগুলিতে কর্মরত শিক্ষকের সংখ্যাতেও বাংলাই সবচেয়ে এগিয়ে। বাংলার ভর্তিশূন্য ৩,৮১২টি স্কুলে মোট ১৭,৯৬৫ জন শিক্ষক কর্মরত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, সারা দেশের ৭,৯৯৩টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। তবে তার আগের বছরের চেয়ে অবশ্য সংখ্যাটা কমেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশে ভর্তিশূন্য স্কুলের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার (১২,৯৫৪)। এই ধরনের স্কুলের তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে তেলঙ্গানা। সে রাজ্যে এক বছরে ভর্তিশূন্য থেকেছে ২,২৪৫টি স্কুল। তৃতীয় হিসাবে মধ্যপ্রদেশে ভর্তিশূন্য স্কুলের সংখ্যা ছিল ৪৬৩টি। পরিসংখ্যান বলছে, কোনও ছাত্রছাত্রী ভর্তি না হলেও তেলঙ্গানার স্কুলগুলিতে ওই বছর ১,০১৬ জন এবং মধ্যপ্রদেশের স্কুলগুলিতে ওই বছর ২২৩ জন শিক্ষক কর্মরত ছিলেন। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের এর সিনিয়র আধিকারিক পিটিআইকে বলেছেন, ‘‘স্কুলশিক্ষা রাজ্যের বিষয়। তাই স্কুলে ভর্তিশূন্যতার ব্যাপারে যথাযথ পদক্ষেপ করতে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে।’’ রাজ্যের শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এই ধরনের তথ্য তো আমাদের জানা নেই। কেন্দ্র কী রিপোর্ট দিয়েছে, আগে দেখতে হবে। তার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’’

দেশের সমস্ত রাজ্যে অবশ্য ছবিটা একরকম নয়। হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, হিমাচল প্রদেশ, ছত্তীসগঢ়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরায় কোনও স্কুল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিশূন্য ছিল না। একই ভাবে দিল্লি, পুদুচেরী, লক্ষদ্বীপ, দাদরা ও নগর হাভেলী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউয়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এই ধরনের কোনও স্কুল পাওয়া যায়নি।

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের ৮১টি স্কুল ওই বছর ভর্তিশূন্য ছিল। সে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, গত তিন বছর ধরে যে সমস্ত স্কুলে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি, সেই সমস্ত স্কুলগুলিকে চিহ্নিত করা হবে এবং সরকারের স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়া হবে। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে উত্তরপ্রদেশ বোর্ড।

এমন অনেক স্কুল রয়েছে, যেখানে শিক্ষকের সংখ্যা মাত্র এক জন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এমন এক লক্ষেরও বেশি স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় ৩৩ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সেই তালিকায় আবার অন্ধ্রপ্রদেশ শীর্ষে। তার পর রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক এবং লক্ষদ্বীপ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশে এক জন শিক্ষক সংবলিত স্কুলের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ১৯০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেই সংখ্যা কিছুটা কমে হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৭১টি।

school education Ministry of Education West Bengal schools Teacher Student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy