Advertisement
২৭ এপ্রিল ২০২৪
RSP

আরএসপি-র জন্য বেলচা-কোদালই

কমিশন বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে বেলচা-কোদাল ব্যবহারের অনুমতি লিখিত ভাবে জানিয়ে দিয়েছে আরএসপি-কে। জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী, কেরলে আরএসপি রাজ্য দল।

RSP

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ০৮:১৪
Share: Save:

বাংলায় তাদের রাজ্য দলের মর্যাদা হারাতে হয়েছে সম্প্রতি। কিন্তু পঞ্চায়েত ভোটে তাদের পুরনো নির্বাচনী প্রতীক বেলচা-কোদালই আরএসপি-র জন্য বরাদ্দ করল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনী প্রতীক অপরিবর্তিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল আরএসপি-র তরফে। কমিশন বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে বেলচা-কোদাল ব্যবহারের অনুমতি লিখিত ভাবে জানিয়ে দিয়েছে আরএসপি-কে। জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী, কেরলে আরএসপি রাজ্য দল। ওই প্রতীকেই তারা সেই রাজ্যে ভোটে লড়ে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মেনে এ রাজ্যে আরএসপি-র বেলচা-কোদাল প্রতীক ব্যবহারে কোনও অসুবিধা নেই বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RSP West Bengal State Election Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE