Advertisement
E-Paper

তৃণমূলের নতুন তারাদের দেখে নিন

বার বার ভোটের ময়দানে তারকাদের নামিয়ে চমক দিতে অভ্যস্ত তৃণমূল। বিধানসভা হোক বা লোকসভা, এমনকী রাজ্যসভার নির্বাচনেও তৃণমূল রাজনীতির বাইরের বহু ব্যক্তিত্বকে টিকিট দিয়েছে, জিতিয়েছে। ২০১১-র বিধানসভা নির্বাচনে এক ঝাঁক তারকাকে প্রার্থী তালিকায় ঠাঁই দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ১৭:৫৩

বার বার ভোটের ময়দানে তারকাদের নামিয়ে চমক দিতে অভ্যস্ত তৃণমূল। বিধানসভা হোক বা লোকসভা, এমনকী রাজ্যসভার নির্বাচনেও তৃণমূল রাজনীতির বাইরের বহু ব্যক্তিত্বকে টিকিট দিয়েছে, জিতিয়েছে। ২০১১-র বিধানসভা নির্বাচনে এক ঝাঁক তারকাকে প্রার্থী তালিকায় ঠাঁই দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে ব্রাত্য বসু, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেবশ্রী রায়, অনুপ ঘোষালদের মতো অভিনেতা-শিল্পীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন মণীশ গুপ্ত, হায়দর আজিজ সফি, অবণী জোয়ারদার, সুলতান সিংহ, রচপাল সিংহদের মতো অবসরপ্রাপ্ত আমলা এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ছিলেন সিবিআই-এর প্রাক্তন শীর্ষকর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নুরে আলম চৌধুরীও। এঁদের প্রত্যেকেই জয়ী হন। গত পাঁচ বছর কেউ মন্ত্রী , কেউ বিধায়ক হিসেবে কাজ করেছেন। অনুপ ঘোষাল, সুলতান সিংহ এবং নুরে আলম চৌধুরী ছাড়া বাকিরা এবারও টিকিট পেয়েছেন। কিন্তু সেখানেই থামেনি তৃণমূল। এ বারের প্রার্থী তালিকায় আরও এক ঝাঁক তারকাকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। দেখে নিন এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নতুন তারকা কারা:

আরও পড়ুন:

জোট-বিক্ষুব্ধেরা স্বাগত, বার্তা মরিয়া মমতার

TMC Candidate List Star Candidates New stars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy