Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ramkrishna mission

Swami Aniruddhananda: বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী অনিরুদ্ধানন্দ প্রয়াত

সঞ্জীব মহারাজ নামে বেশি পরিচিত ছিলেন স্বামী অনিরুদ্ধানন্দ। প্রায় গোটা ভারত জুড়ে ছিল তাঁর কাজের পরিধি।

প্রয়াত স্বামী অনিরুদ্ধানন্দ।

প্রয়াত স্বামী অনিরুদ্ধানন্দ। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
বেলুড় শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ০০:১৩
Share: Save:

প্রয়াত হলেন বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী অনিরুদ্ধানন্দ। বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি সঞ্জীব মহারাজ নামে বেশি পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে মিশন সূত্রে জানা গিয়েছে। শনিবার মঠেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ সময় ধরে সঞ্জীব মহারাজ প্রায় সারা ভারত জুড়ে কাজ করেছেন। মূল বেলুড়ের কেন্দ্রের পাশাপাশি তিনি এক সময় রামকৃষ্ণ মিশনের নয়াদিল্লি শাখায় যেমন কাজ করেছেন, তেমনই কলকাতার সন্নিকটে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও দীর্ঘদিন কাজ করেছেন। এই সূত্রেই ছিলেন রাঁচী এবং বৃন্দাবনের রামকৃষ্ণ মিশনেও। এ ছাড়া গোলপার্কের ইনস্টিটিউট অব কালচারেরও তিনি ছিলেন অন্যতম প্রাণপুরুষ। সঞ্জীব মহারাজ বেশ কিছুদিন স্বামী বিবেকানন্দের বাড়িতেও কর্মরত করেছেন।
সঞ্জীব মহারাজের প্রয়াণে তাঁর ভক্তদের মধ্যে শোকের ছায়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ramkrishna mission Belur Math
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE