এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করল এসএফআই। কলকাতায় নিজাম প্যালেস অভিমুখে অভিযান করতে গিয়ে গ্রেফতার হলেন ছাত্রনেতারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও টর্চ হাতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বেড়ালেন এসএফআই নেতা-কর্মী-সমর্থকেরা।
এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি নিজাম প্যালেসে ঢোকার পরই এসএফআইয়ের মিছিল মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসের দিকে এগোতে থাকে। মিছিলের সামনে ছিলেন সৃজন ভট্টাচার্য, আতিফ নিসারের মতো ছাত্রনেতারা। মিন্টো পার্কের সামনেই পুলিশ তাঁদের আটকে দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। তার পর পুলিশ এসএফআই কর্মী-সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যায়। এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘সৃজন, দেবাঞ্জন, আতিফ-সহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে। পুলিশ দিয়ে, লাঠি মেরে আমাদের আটকানো যাবে না। স্বচ্ছ নিয়োগের দাবি তুললে সরকার এ রকম ব্যবহার করছে!’’