নিট এবং নেট ‘দুর্নীতির’ প্রতিবাদে আগামী ৪ জুলাই দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের তরফে ওই দিন দেশের নানা প্রান্তে পড়ুয়াদের কাছে ক্লাস বয়কট করে মিছিল করার জন্য আহ্বান জানানো হয়েছে। জাতীয় স্তরের ভর্তির পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-কে ভেঙে দেওয়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যাঁরা সম্প্রতি নেট ও নিট পরীক্ষা দিয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার মতো মোট ৭ দফা দাবিতে এই কর্মসূচি নিয়েছে এসএফআই। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের বক্তব্য, “নরেন্দ্র মোদী তৃতীয় বার ক্ষমতায় আসার প্রথম ১০ দিনের মধ্যে নিট থেকে নেট বাতিল হয়েছে। অসংখ্য ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। গত কয়েক বছরে দেশে কয়েক লক্ষ স্কুল বন্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে পড়ুয়াদের ‘সাসপেন্ড’ করা হচ্ছে। এই সব কিছুর প্রতিবাদেই আমারা ধর্মঘটের ডাক দিয়েছি।” প্রসঙ্গত, সম্প্রতি এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন একই বিষয়কে সামনে রেখে কলকাতায় শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)