E-Paper

তৃণমূল-বিজেপির ‘আঁতাঁত’, সরব সৃজন

শনি ও রবিবার, দু’দিন বি-গার্ডেনে সম্মেলন চলবে। সম্মেলন-নগরের নাম প্যালেস্টাইনের সংহতিতে এবং মঞ্চের নাম সংগঠনের প্রাক্তন দুই শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও নেপালদেব ভট্টাচার্যের স্মরণে রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০৪:৫৮
এসএফআই হাওড়া জেলা সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। দানেশ শেখ লেনে।

এসএফআই হাওড়া জেলা সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। দানেশ শেখ লেনে। —নিজস্ব চিত্র।

বিভিন্ন প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-র আঁতাঁতের অভিযোগ তুলে বার বার সরব হয়েছে সিপিএম। সেই আঁতাঁত-তত্ত্বেই ফের শাণ দিয়ে মেরুকরণের রাজনীতিকে পরাস্ত করার ডাক দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা ছাত্র সংগঠন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য।

সংগঠনের ৩১তম হাওড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এসে শনিবার সৃজন বলেছেন, “কেন্দ্রে সরকার চালাতে বিজেপির তৃণমূলকে এবং রাজ্যে তৃণমূলের বিজেপিকে প্রয়োজন। সংসদে বিজেপি-র বিলের বিরুদ্ধে ভোট না-দিয়ে ‘ওয়াক-আউট’ করে তৃণমূল। বিনিময়ে বাংলায় হিন্দু-মুসলমান করে ভোট ভাগাভাগির মাধ্যমে তৃণমূলকে ক্ষমতায় রাখে বিজেপি।” সমাবেশে বক্তৃতা করেছেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সম্পাদকমণ্ডলীর সদস্য দীধিতি রায়, জেলা সম্পাদক সৌরভ মণ্ডলেরাও। সম্মেলনের উদ্বোধন করেছেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী। শনি ও রবিবার, দু’দিন বি-গার্ডেনে সম্মেলন চলবে। সম্মেলন-নগরের নাম প্যালেস্টাইনের সংহতিতে এবং মঞ্চের নাম সংগঠনের প্রাক্তন দুই শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও নেপালদেব ভট্টাচার্যের স্মরণে রাখা হয়েছে। পাশাপাশি, সম্মেলন-কক্ষের নাম রাখা হয়েছে আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসক ও কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত তামান্না খাতুনের স্মৃতিতে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM SFI TMC BJP Srijan Bhattacharya

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy