Advertisement
০২ মে ২০২৪
SFI

এসএফআই নেতৃত্বে মহিলা মুখ কলকাতায়

শহরের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন, কোথাও কোথাও এবিভিপি-র ‘দৌরাত্ম্যে’র সমালোচনাও হয়েছে।

sfi

এসএফআই কলকাতা জেলার নতুন শীর্ষ নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০৭:০৩
Share: Save:

সংগঠনের শীর্ষ দুই পদেই মহিলা মুখ নিয়ে এল সিপিএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটি। জেলা সম্পাদক হলেন দীধিতি রায় এবং জেলা সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়। এসএফআইয়ের সদ্যসমাপ্ত ৩৩তম কলকাতা জেলা সম্মেলনে ৯০ জনের জেলা কমিটি এবং ২৮ জনের জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। যার শীর্ষ দুই দায়িত্বে এসেছেন দীধিতি ও বর্ণনা। জাতীয় শিক্ষা নীতির বিরোধিতার পাশাপাশি আর্থিক দুরবস্থার কারণে যারা লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, সেই পড়ুয়াদের আর্থিক সহায়তার দাবি তোলা হয়েছে সম্মেলনে। শহরের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন, কোথাও কোথাও এবিভিপি-র ‘দৌরাত্ম্যে’র সমালোচনাও হয়েছে। জেলা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ২৮৭ জন প্রতিনিধি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE